আহমেদাবাদ থেকে গ্রেপ্তার ৪ আইসিস জঙ্গি। এরা সকলেই শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। এরা সকলেই পাকিস্তানের নির্দেশে কাজ করত। গুজরাতে আত্মঘাতী হামলা চালানোর জন্যেই এরা এসেছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ নুসরত, মহম্মদ নাফ্রান, মহম্মদ ফারিস এবং মহম্মদ রাসদিন। পুলিশের ডেপুটি জেনারেল জানিয়েছেন, এরা সকলেই তামিল বলতে পারে কিন্তু হিন্দি বা ইংরাজী বুঝতে পারে না। ধৃতরা সকলেই কলম্বো থেকে চেন্নাইতে এসেছিল। সেখান থেকে এরা আহমেদাবাদে আসে। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারত-শ্রীলঙ্কার কিছু টাকা, পাকিস্তানে তৈরি কয়েকটি অস্ত্র এবং ইসলামিক পতাকা উদ্ধার করা হয়েছে। আইসিসের কানেক্টর আবু এদের পরিচালনা করত। আবু পাকিস্তান থেকে এদের পরিচালনা করত। এদেরকে গুজরাটে আত্মঘাতী হামলা ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া বোমা তৈরির জন্য ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ধৃতদের মোবাইল ফোন থেকে আহমেদাবাদের বেশ কয়েকটি লোকেশনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি জেনারেল।
Related Posts
বিজেপির ৪০০ দূরঅস্ত, ১৫০-র আশা নেই, প্রথম দফার পর হুঙ্কার রাহুলের
প্রথম দফার ভোটের পর কপালে ভাঁজ ফেলার মতো প্রশ্ন এটাই। অথচ, নরেন্দ্র মোদির দাবির সঙ্গে পরিসংখ্যানে ফারাক থেকে যাচ্ছে। মোদি নিজে বলছেন, তাঁকে তৃতীয়বার সরকারে নিয়ে আসার জন্যই নাকি গোটা ভারত উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। তাহলে প্রথম দফায় ভোটের হার দেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব টেনশনে কেন? কারণ, ২০১৯ সালের তুলনায় ভোটদানের শতকরা হার এক ধাক্কায় […]
ওড়িশায় ১৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন চরণ মাঝি
ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। 52 বছর বয়সী মোহন চরণ মাঝি বুধবার রাজ্যের 15 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সাথে, দুই ডেপুটি সিএম কনক বর্ধন সিংদেব (67) এবং প্রভাবতী পারিদা (57)ও শপথ নিয়েছেন। মাঝি মন্ত্রিসভায় ১৩ মন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সুরেশ পূজারি, রবিনারায়ণ নায়েক, নিত্যানন্দ গন্ড, কৃষ্ণ চন্দ্র পাত্র, পৃথ্বীরাজ […]
মধ্যপ্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রী মোদির রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি, আহত ৭
আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবলপুরে একটি রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের […]