গুজরাতের আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪ আইসিস জঙ্গি

আহমেদাবাদ থেকে গ্রেপ্তার ৪ আইসিস জঙ্গি। এরা সকলেই শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। এরা সকলেই পাকিস্তানের নির্দেশে কাজ করত। গুজরাতে আত্মঘাতী হামলা চালানোর জন্যেই এরা এসেছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ নুসরত, মহম্মদ নাফ্রান, মহম্মদ ফারিস এবং মহম্মদ রাসদিন। পুলিশের ডেপুটি জেনারেল জানিয়েছেন, এরা সকলেই তামিল বলতে পারে কিন্তু হিন্দি বা ইংরাজী বুঝতে পারে না। ধৃতরা সকলেই কলম্বো থেকে চেন্নাইতে এসেছিল। সেখান থেকে এরা আহমেদাবাদে আসে। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারত-শ্রীলঙ্কার কিছু টাকা, পাকিস্তানে তৈরি কয়েকটি অস্ত্র এবং ইসলামিক পতাকা উদ্ধার করা হয়েছে। আইসিসের কানেক্টর আবু এদের পরিচালনা করত। আবু পাকিস্তান থেকে এদের পরিচালনা করত। এদেরকে গুজরাটে আত্মঘাতী হামলা ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া বোমা তৈরির জন্য ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ধৃতদের মোবাইল ফোন থেকে আহমেদাবাদের বেশ কয়েকটি লোকেশনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি জেনারেল। 

error: Content is protected !!