বাঙালির শ্রেষ্ঠ ‘উৎসব’ দুর্গোৎসব, এ কথা বহুজন বিদিত। দেশের সীমান্ত পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলার এই উৎসবের আকর্ষণ সমান। তবে, বাংলায় দুর্গা পুজো হয়, এটা ‘উৎসব’ নয়, এবার এমনটাই মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও শেয়ার করা কড়া সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বক্তৃতায় বলছেন, ‘দুর্গা পুজো হয় বাংলায়, দুগা উৎসব হয় না। বাংলায় দুর্গা পুজো শুরু হয়েছে, আমাদের এটাকে উৎসব বানাতে হবে।’ আসামের মুখ্যমন্ত্রীর এই ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে চূড়ান্ত সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল এক্স হ্যান্ডেলে জানিয়েছে , আমাদের দুর্গা পুজো উদযাপনে হিমন্ত কীভাবে প্রশ্ন করেন? মা দুর্গাকে নিয়ে মোদির নেতার এই মন্তব্য বাংলা কোনওভাবেই সহ্য করবে না। তৃণমূলের বক্তব্য, প্রথমে বিজেপি নেতা দিলীপ ঘোষ মা দুর্গার বংশ নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মিথ্যা দাবি করেছিলেন যে বাংলায় দিদি দুর্গা পুজো উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন করেছেন দুর্গা পুজোকে ‘দুর্গোৎসব’ বলা হয় না। তৃণমূলের কথায়, ‘বাংলার ঐতিহ্য ও বিশ্বাস সম্পর্কে তাঁদের অজ্ঞতা আরও প্রকট হল।’ বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে এনআরসি করে ১৩ লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে পচিয়ে মারে, তাঁরা বাঙালির দুর্গোৎসব নিয়ে কী বলবে?’ একসময় বিজেপি বলেছিল বাংলায় দুর্গোৎসব হয় না। আজকে বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে দুর্গাপুজোর মানুষ ৪ দিনের জায়গায় টানা প্রায় দুই সপ্তাহ ধরে আনন্দোৎসব পালন করছেন। আজকে বাংলার দুর্গোৎসব ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। আরেক বিজেপি নেতা (দিলীপ ঘোষ) আবার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। এঁরা(বিজেপি) বাংলার সংস্কৃতির ‘অপমান’ করছে বলে দাবি করেন তিনি।
Related Posts
তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলস ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে চিঠি লিখে ইন্দিরা এবং বিনীত গোয়েলের অপসারণে দাবি জানান রাজ্যপাল। প্রসঙ্গত, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনি রক্ষাকবচ পেয়ে থাকেন […]
১৫ দিন টানা জেরার পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ
অবশেষে গ্রেপ্তার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন জেরার পর সোমবার তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। জানা গিয়েছে, তরুণী চিকিৎসককে খুন বা ধর্ষণের মামলা নয়। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ। আজ সকাল থেকেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। […]
চিকিৎসার জন্য ‘সাময়িক বিরতি’র শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মাসখানেক আগে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে রাজনীতি থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন। পরে চিকিৎসার জন্য উড়ে যান বিদেশে। একুশে জুলাইয়ের ঠিক আগে আগে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামেন অভিষেক। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর গত ১২ জুন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি চান অভিষেক। […]