বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ৷ পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় কেদারনাথ ধামে জরুরি অবতরণ করল হেলিকপ্টার৷ রেডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান বলে জানা গিয়েছে ৷ যেখানে অবতরণ করা হয়েছিল সেখানে একটি নিকাশি নালা ছিল ৷ তবে এই ঘটনায় পাইলটের বুদ্ধিমত্তায় কেদারনাথে বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে মনে করা হচ্ছে ৷ হেলিকপ্টারে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷ উত্তরাখণ্ডে এবছরের চারধাম যাত্রা চলছে । কেদারনাথ ধামের জন্য তীর্থযাত্রীদের নিয়ে ঘনঘন বিমান পরিষেবাও দেওয়া হচ্ছে । প্রতিদিন বহু সংখ্যক হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথে যাতায়াত করছে । সূত্রের খবর, শুক্রবার সকালে কেদারনাথ ধামের মাত্র ১০০ মিটার আগে পাহাড়ের উপর ক্রিস্টাল এভিয়েশনের হেলিকপ্টারের রেডারটি ক্ষতিগ্রস্ত হয় । সেই কারণে জরুরি অবতরণ করতে হয়েছে । পাইলট কল্পেশ নিরাপদ জরুরি অবতরণ করে যাত্রীদের জীবন রক্ষা করেন ৷ হেলিকপ্টারে 6 জন যাত্রী ছিলেন ৷ পাইলট-সহ সব যাত্রী অল্পের জন্য নিরাপদে অবতরণ করে রক্ষা পান । ক্রিস্টাল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার শেরসি হেলিপ্যাড থেকে কেদারনাথ ধামে আসার সময় পাইলট সহ ৬ জন যাত্রী কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় । এর জেরে কেদারনাথ ধামের হেলিপ্যাডের প্রায় ১০০ মিটার আগে সকাল ৭টা নাগাদ হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল ।
Related Posts
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল আরজেডি
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইস্তাহারকে তাঁরা ‘পরিবর্তনপত্র’ বলে উল্লেখ করেছেন। তাতে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস- রয়েছে একাধিক আশ্বাস। ইস্তাহার প্রকাশের সময়ে তেজস্বী জানান, তাঁরা ‘পরিবর্তনপত্র’ […]
সিবিআইয়ের ‘অপব্যবহার’ করেছে মোদি সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিমকোর্ট
সিবিআইয়ের অপব্যবহার করেছে মোদি সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের […]
বিহারে বুলডোজারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, মৃত ৭
বুলডোজারের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাত ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা এলাকায়। পাটনার কাঁকরবাগ এলাকায় কাজ চলছিল মেট্রো প্রকল্পের। জানা গিয়েছে, সেখানেই ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। বুলডোজারের সঙ্গে ধাক্কা খেয়ে একাধিকবার উল্টে যায় অটোটি। দুর্ঘটনার ফলে নিহত হন ৭ ব্যাক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।