আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে উড়ল গাড়ি, ভাঙল ঘর-বাড়ি, মৃত ১৮

আমেরিকায় টর্নেডো তাণ্ডব। শনিবার রাতে (স্থানীয় সময়) আমেরিকার সব রাজ্যে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। কোথাও গাড়ি উড়ে টুকরো টুকরো হয়ে গেল, কোথাও বাতাসে উড়ে গেল পুরো বাড়ি। ডালাসের উত্তরে কুক কাউন্টি এবং টেক্সাসের ডেন্টন কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে ছিল দুটি। এই দুই জায়গা মিলিয়ে ১৮জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা । ইতিমধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। কর্মকর্তারা বলেছেন, পরিষেবা পুনরুদ্ধার করতে কয়েক দিন সময় লাগতে পারে।

error: Content is protected !!