সংবাদমাধ্যম বিজেরপির নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া নিয়ে আপত্তি ছিল তৃণমূলের। এনিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। দলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন নিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূলের করা মামলায় সুবিধ করতে পারেনি বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়েছিল বিজেপি। এবার তারা সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেল। সেখানে বিজেপির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, একটা ডাহা মিথ্যের প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছিল। আইনি ব্যবস্থাও নিয়েছিল। কোর্ট মান্যতা দিয়েছিল তৃণমূলের অভিযোগের। সুপ্রিম কোর্টেও বিজেপি ধাক্কা খেল অভিযোগ করতে গিয়ে। নির্বাচনী বিজ্ঞাপনের একটি মিথ্যাচারের দলিলে পরিণত করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিজেপির এই অন্যায় কাজকে সমর্থন করেননি। বিজেপিকে ধাক্কা দিল আদালত। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে, আদালতে এই মামলায় হস্তক্ষেপ করবে কেন? বিজ্ঞাপনগুলি দেখে মনে হয়েছে তা খুবই অপমানজনক। বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপরি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে বলা হয়, আপনি ভাবতেই পারেন আপনি সেরা। কিন্তু তার জন্য আপনি আদালতকে জড়াতে পারেন না। আপনার প্রতিপক্ষ আপনার শত্রু নয়। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না। সুপ্রিম কোর্টেও সেই নিষেধাজ্ঞা বজায় রইল।
Related Posts
দেশের বিভিন্ন রাজ্যের স্মার্ট সিটির জন্য কেন্দ্রে বরাদ্দ প্রায় ৩০ হাজার কোটি টাকা, তালিকা নেই বাংলার নাম
বিজেপি সরকার বারবার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে বলে অভিযোগ। এর আগে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মধ্যে ফের আর একবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করল মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এই তালিকায় স্থান দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যা নিয়ে […]
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা, মৃত রোগী
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। […]
এটা এক্সিট পোল নয়, মোদির মিডিয়া পোল: রাহুল
টিভি চ্যানেলে দেখানো সংখ্যা নয়, মানুষের সমর্থনের আশাতেই এখনও আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। তাদের বিশ্বাস, বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল ‘সাজিয়েছে’ বিজেপি। আর এই বিশ্বাস কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল-প্রত্যেকের। রীতিমতো ব্যঙ্গের সুরে সেই প্রত্যয়েই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার এই ইস্যুতে তাঁর বক্তব্য, ‘এটা এক্সিট পোল নয়। মোদি মিডিয়া পোল। কল্পিত […]