রিমলের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। সে প্রভাবেই সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠল তিস্তা নদী। গত বছর সিকিমের হ্রদ বিপর্যয়ে গতিপথ বদলেছিল তিস্তা। তার জেরে, এ বার বর্ষার আগে নদীতে জল বাড়তেই নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবকের কাছে লালটং বস্তি এলাকা। তিস্তায় জল বেড়ে যাওয়ায় ব্যারাজ থেকেও জল ছাড়তে হয়েছে। বুধবার সকালে প্রথমে কালীঝোরা থেকে জল ছাড়া হয়। তার পরে খুলে দেওয়া হয় গজলডোবা ব্যারাজের কয়েকটি লকগেটও। সব মিলিয়ে দুই হাজার কিউমেক জল ছাড়া হয়েছে। প্রাক বর্ষায় ডুয়ার্স-সহ উত্তরের পাহাড়ি এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। সেই জলরাশি এসে পড়ে তিস্তায়। তিস্তার জলস্তর অনেকটা বেড়ে যায়। সেই জলধারা তিস্তা দিয়ে বয়ে আসে নিম্ন-অববাহিকা এলাকায়। আর এতেই সমস্যা পড়েন মাল ব্লকের টোটোগাঁও, গজলডোবা এবং ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত টোটোগাঁও বস্তি এলাকায় জল ঢুকে পড়েছে। জল ঢুকে পড়ে কিছু বাড়িঘরেও। গ্রামে জল ঢুকে পড়ায় মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তিস্তা ব্যারেজ, গজালডোবা এলাকায়ও জল বাড়তে দেখা যায়। ব্যারেজের লকগেট খোলা থাকায় তিস্তার জলস্রোত ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাঁও, সাহেববাড়ি এলাকায়, আবাদি জমি-সহ বসতি এলাকায় ঢুকে যায়। এতেই সমস্যায় পড়েন পাট ও বাদামচাষিরা। অনেকের জমিতে জল ঢুকে তলিয়ে যায় সদ্য বেড়ে ওঠা পাট ও বাদামের ক্ষেত। স্থানীয়রা অভিযোগ করে জানান, জল বাড়ার পূর্বাভাস ছিল না, ফলে মাঠে শুকোতে দেওয়া কাঠ ও ফসল ভেসে গিয়েছে।
Related Posts
এপারে এসেও হল না শেষরক্ষা, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আওয়ামী লিগের ছাত্রনেতা
বাংলাদেশ থেকে প্রায় ৬০০ কিলোমিটার পথ পেরিয়ে এপার বাংলায় ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ভারতে আশ্রয় নিতে এসে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুরে বিএসএফের হাতে ধরা পড়লেন ওই ছাত্রনেতা। তাঁকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে। ধৃতকে আজ, রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়। সূত্রে খবর, ধৃতের নাম আবদুল […]
রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-এর জালে ‘মাস্টারমাইন্ড’, কাঁথি থেকে আটক ২
রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে মূল চক্রান্তকারী মুজাম্মিল শরিফকে আগেই গ্রেফতার করেছে এনআইএ (NIA)। এবার গ্রেফতার হল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজন। মুসাভির শাজিব হুসেন এবং আব্দুল মাঠিন আহমেদ তাহা। প্রায় দেড় মাসের তদন্ত অভিযানের পর দুই অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে এনআইএ গ্রেফতার করেছে মুসাভির এবং আব্দুলকে। দুই অভিযুক্তকে […]
সপ্তম দফার ভোট অশান্তি ঠেকাতে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা
ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। সপ্তম দফায় এক ধাপে বেড়ে গেলো কুইক রেসপন্স টিমের সংখ্যা। ১ জুনের ভোটে থাকবে ১৯০০টি কুইক রেসপন্স টিম ।সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতায় থাকবে মোট ৬০০টি কিউআরটি। সপ্তম দফার ভোটে মোট মোতায়েন করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে […]