রিমল ঘূর্ণি ঝড়ের টানে আগাম বর্ষা দেশে। সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন সূত্রে খবর, সময়ের একদিন আগেই এবার বর্ষা ঢুকছে কেরালাতে। অর্থাৎ আগামী ৩১ মে কেরালায় ঢুকছে বর্ষা কেরালায়। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, ইতিমধ্যেই কেরল উপকূলে এসে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।কেরালায় বর্ষা প্রবেশের কথা আগামী ১ জুন। কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রিমলের কারণে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের এক দিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রবল বর্ষাতে ভিজছে কেরালা। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমের স্বাভাবিক বর্ষা শুরুর কথা ৫ জুন থেকে। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা দিল্লিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহতেই শুরুতেই বর্ষা প্রবেশ করবে বঙ্গে। ফিরে যাবে সেপ্টেম্বরে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর আগে আন্দামানে তিন দিন আগে প্রবেশ করে বর্ষা। ১৯ মে আন্দামানে ঢুকেছিল বর্ষা। ভারতের মৌসম ভবনের অনুমান বাংলাতেও নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কেরলের সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অন্যদিকে মৌসুমী বায়ু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে পুরোপুরি ঢুকে গিয়েছে। এছাড়া ত্রিপুরা, মেঘালয়, অসমের অধিকাংশ জায়গায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।
Related Posts
স্কুলবাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ পরিবহণ দফতরের, বাধ্যতামূলক লোকেশন ট্র্যাকিং ডিভাইস
স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতরের। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হল পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে। স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। গাড়ির মালিকদের জন্য নির্দেশিকা গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন […]
শক্তি হারাছে নিম্নচাপ, আজও দিনভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের জেরে শনিবার থেকেই একটানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের অবস্থান করছে। শক্তি হারিয়ে শক্তিশালি নিম্নচাপে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে পারে। সোমবার দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস […]
আরজি কর কাণ্ডে সাসপেন্ড ২ নিরাপত্তারক্ষী, বসছে সিসিটিভি
কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার একজন। ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চললেও, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে গোড়া থেকে প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনার দুই দিন পর রবিবার আরজি কর মেডিক্যাল কলেজের দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার চেস্ট মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার […]