“আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷” রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শনিবার বিকেল ৩টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, ৩০ মে সন্ধ্যায় তিনি সেখানে ধ্যানে বসেন ৷ ৪৫ ঘণ্টা ধ্যান করে সেখান থেকে নেমে আসবেন বলে জানা গিয়েছিল ৷ সেইমতো শনিবার তাঁর ধ্যান ভাঙে ৷ বিবেকানন্দ রক থেকে বেরিয়ে তিনি কোনও সাংবাদিকের মুখোমুখি হননি ৷ তবে দেশের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ধ্য়ান করে প্রধানমন্ত্রীর যে অনুভূতি, তা তিনি লিখেছেন ৷
Related Posts
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদর রাজধানীতে
রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে […]
সিকিমে ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি করল ভারতীয় সেনা
একটানা বৃষ্টির জেরে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, কোথাও বা ভেঙে গিয়েছে ব্রিজ। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট […]
Maharashtra: ঘুরতে নিয়ে যাননি স্বামী, রাগে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, আত্মঘাতী যুবতী
কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন স্বামী। ফিরেছিলেন সপ্তাহের শেষে। তাও স্ত্রীকে না নিয়ে, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বামী-স্ত্রীর অশান্তির জেরে প্রাণ হারাল শিশুকন্যাও। বছর ২৩-এর যুবতী শ্বাসরোধ করে খুন করেছেন ৪ বছরের মেয়েকে। আত্মঘাতী নিজেও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার সিঁসেয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী পেশায় একজন মৎসজীবী। কাজের সূত্রে পরিবার […]