‘শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব’, ধ্যান ভেঙে লিখলেন প্রধানমন্ত্রী মোদি

“আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷” রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শনিবার বিকেল ৩টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, ৩০ মে সন্ধ্যায় তিনি সেখানে ধ্যানে বসেন ৷ ৪৫ ঘণ্টা ধ্যান করে সেখান থেকে নেমে আসবেন বলে জানা গিয়েছিল ৷ সেইমতো শনিবার তাঁর ধ্যান ভাঙে ৷ বিবেকানন্দ রক থেকে বেরিয়ে তিনি কোনও সাংবাদিকের মুখোমুখি হননি ৷ তবে দেশের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ধ্য়ান করে প্রধানমন্ত্রীর যে অনুভূতি, তা তিনি লিখেছেন ৷

error: Content is protected !!