লোকসভা নির্বাচনের মধ্যে কন্যাকুমারীতে তিন দিনের আধ্যাত্মিক তপস্যার পর দিল্লি ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ৷ তারপরই দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি দিলেন তিনি ৷ আর সেই চিঠির শুরুতেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মন বেশ কিছু অভিজ্ঞতা এবং আবেগে পূর্ণ হয়েছে ৷ তিনি লিখেছেন, “আমি নিজের মধ্যে শক্তির সীমাহীন প্রবাহ অনুভব করছি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন অমৃত কালের সূচনাকাল। আমি কয়েক মাস আগে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের দেশ মেরঠ থেকে আমার প্রচার শুরু করেছিলাম। এই নির্বাচনের চূড়ান্ত সমাবেশ আমাকে পঞ্জাবের হোশিয়ারপুরে নিয়ে গিয়েছিল, যে জায়গা মহান গুরুদের দেশ এবং সন্ত রবিদাসজি-এর সঙ্গে যুক্ত একটি ভূমি। তারপর মা ভারতীর পায়ের কাছে চলে আসি কন্যাকুমারীতে।” প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “ভারতের উন্নয়নের গতিপথ আমাদের গর্ব এবং গৌরবে পূর্ণ করে ৷ কিন্তু একই সঙ্গে এটি ১৪০ কোটি নাগরিককে তাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। এখন, একটি মুহূর্তও নষ্ট না করে, আমাদের অবশ্যই বৃহত্তর কর্তব্য এবং বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের নতুন স্বপ্ন দেখতে হবে ৷ সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে এবং সেই স্বপ্নগুলোকে বাঁচাতে হবে।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “আমাদের অবশ্যই ভারতের উন্নয়নকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখতে হবে ৷ এর জন্য আমাদের ভারতের অভ্যন্তরীণ ক্ষমতা বোঝাও অপরিহার্য। আমাদের অবশ্যই ভারতের শক্তিকে স্বীকার করতে হবে, তাদের লালন-পালন করতে হবে এবং বিশ্বের কল্যাণে তাদের ব্যবহার করতে হবে। আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপটে, ভারতের শক্তি হল এমন একটি সুযোগ যেখান থেকে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না।” মোদি আরও লিখেছেন, “একবিংশ শতাব্দীর বিশ্ব বহু আশা নিয়ে তাকিয়ে আছে ভারতের দিকে। আন্তর্জাতিক দৃশ্যপটে এগিয়ে যেতে আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হবে। সংস্কারের ব্যাপারে আমাদের চিরাচরিত চিন্তাধারাও বদলাতে হবে। ভারত সংস্কারকে শুধু অর্থনৈতিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সংস্কারগুলিকে ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ (উন্নত ভারত)-এর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিৎ।” এরই সঙ্গে তিনি লিখেছেন, “আমাদের এটাও বুঝতে হবে যে সংস্কার কখনওই কোনও দেশের জন্য একমাত্রিক প্রক্রিয়া হতে পারে না। তাই দেশের জন্য সংস্কার, সম্পাদন ও রূপান্তরের রূপকল্প তুলে ধরেছি। সংস্কারের দায়িত্ব নেতৃত্বের। তার উপর ভিত্তি করে, আমাদের আমলাতন্ত্র কাজ করে ৷ জনগণ যখন জন এর অংশীদারিত্বের চেতনায় যুক্ত হয়, তখনই আমরা একটি সফল রূপান্তর ঘটতে দেখেছি।”
Related Posts
রং বদলে গেরুয়া হল ‘দূরদর্শন’, নিউজের লোগোর ‘গৈরিকীকরণে’মোদিকে তুলোধোনা মমতার
দূরদর্শনের লোগোর রং বদলে গেল! আগে ছিল লাল, হয়ে গেল গেরুয়া। সরকারি দফতরের লোগোর রং ইত্যাদি বদলানো নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে দুটি কারণে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, রংটি গেরুয়া, দ্বিতীয়ত এখন দেশ জুড়ে ভোট-আবহ। দূরদর্শনের লোগোর পরিবর্তিত রং গেরুয়া ভিন্ন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে দিচ্ছে। কেননা, গেরুয়া রংটি তো নিছক একটি রং নয়, সেটি […]
ওড়িশায় ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে তৈরি হয়েছে বর্ষার পরিস্থিতি। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে , পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে […]
নিট-নেট দুর্নীতি নিয়ে দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, দিলেন উচ্চ পর্যায়ের কমিটি গড়ার আশ্বাস
নিট-নেট(NEET-NET) দুর্নীতি নিয়ে তোলপাড় দেশ। প্রশ্নের মুখে দেশের উচ্চশিক্ষা। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন। বুধবার শিক্ষামন্ত্রী বলেন, নিট পরীক্ষা নিয়ে বিহার সরকারের থেকে কিছু তথ্য পেয়েছি। পটনা পুলিশের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে গলদ পাওয়া গিয়েছে। এনটিএ হোক বা […]