বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট ৷ শুক্রবার রাতে ভরা বাজারে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী । ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত অভিযুক্ত ৷ খবর সামনে আসতেই অভিযুক্তের বসিরহাটের বাড়ি ও দোকানে হামলার অভিযোগ ৷  সূত্রে খবর, আলতাফ মালি নামে ওই তৃণমূল কর্মীকে খুব কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পালানোর সময় বোমা ভর্তি একটি ব‍্যাগ-ও ফেলে রেখে যায় তারা । ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বসিরহাটের পিফা বাজারে । খবর পেয়ে পুলিশ এসে বোমা ভর্তি ব‍্যাগটি উদ্ধার করে নিয়ে যায় ৷ সেইসঙ্গে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খুঁজে বের করার জন্য শুরু হয় তল্লাশি ৷ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় ৷ অবশেষে সেই প্রক্রিয়ায় অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ ৷

error: Content is protected !!