ভোটের ফল বেরনোর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন৷ পাশাপাশি, নিজের দলের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও কোনও আপত্তি নেই তাঁর৷ শুধু তাই নয়, নিজের দলের কৌশলকেই কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে সৌমিত্র খাঁ বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে ভোটে ভাল ফল করা যায় না৷একটানা নিজের দলের রাজ্য নেতাদের সমালোচনা এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে থাকায় স্বভাবতই সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ যদিও সৌমিত্র খাঁ সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়ে অবশ্য দাবি করেছেন, তৃণমূলে যাওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই৷ বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর কথায়, আমি বিজেপির প্রতীকে জিতেছি, সেই প্রতীকের অমর্যাদা আমি করব না৷ দলের কর্মীদের অমর্যাদা করব না৷ দল না ছাড়ার দাবি করলেও এ দিন ফের একবার বিজেপির রাজ্য নেতাদের নিশানা করেছেন সৌমিত্র৷ তিনি বলেন, ‘রাজ্য নেতৃত্বের উপরে আমার রাগও নেই, ভালবাসাও নেই৷ কারণ বৃদ্ধদের উপরে রাগ করা যায় না৷ কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দিলেও কিছু করা সম্ভব হচ্ছে না, এটা রাজ্যের ব্যর্থতা৷ আমাদের অন্যভাবে ভাবতে হবে৷’ পাশাপাশি অবশ্য সৌমিত্র খাঁ বলেন, নিজের সাংসদ এলাকার উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেও আপত্তি নেই তাঁর৷ সৌমিত্রের কথায়, ‘মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে বিষ্ণুপুর, বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে অসুবিধা কোথায়?’ সৌমিত্র মুখে যাই বলুন না কেন, তাঁর এই অবস্থান ক্রমেই রাজ্যে নেতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷
Related Posts
বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার, উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে, আটক অভিযুক্ত মহিলা
এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন […]
আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেকের রোড শোয়ে জনপ্লাবন
দুপুরে আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েই বিকেলে আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, আসানসোল লোকসভা কেন্দ্রের আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো-তে অভিষেকের আবেগে জনপ্লাবন। দলীয় প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী নেতা মলয় ঘটক-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে […]
ফের জল ছাড়ল ডিভিসি, প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা
দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি। তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কম হলেও এখনও জলস্তর কমেনি বহু জেলায়। এরই মাঝে মঙ্গলবারের পর ফের বুধবার জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। জানা গিয়েছে, এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্থর বেড়েছে। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেত […]