ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার৷ ইডির পর এ বার কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই৷ দিল্লিতে আফগারি দূর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন কেজরিওয়াল৷ উল্লেখ্য, আগামী কাল, অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের এই মামলায় জামিনের আর্জির শুনানির কথা ছিল৷ তার আগেই ফের গ্রেফতার করা হল কেজরিকে৷ সোমবার আফগারি নীতি নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগের ভিত্তিতে তিহার জেলে বন্দি কেজরিওয়ালকে সোমবার জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ সেখানে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করা হয়৷ আগামী কাল এই গ্রেফতারির পর কেজরিওয়ালকে আদালতের সামনে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিন গ্রেফতারির আগেই আশঙ্কা প্রকাশ করে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছিলেন, ‘এখন, যখন অরবিন্দ কেজরিওয়ালের একশো শতাংশ জামিন মেলার সম্ভাবনা তৈরি হয়েছে, একাধিক সূত্র মারফত খবর মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি ভুয়ো মামলার ভিত্তিতে ফের কেজরিওয়ালকে ফের গ্রেফতার করতে পারে৷ গ্রেফতার করতে পারে সিবিআই৷ গোটা দেশ এই ঘটনা দেখছে এবং অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছে৷’
Related Posts
মহিলাদের সঙ্গে ‘অপরাধ’, প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে ‘মোদি চুপ কেন’? তোপ রাহুলের
প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল । প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে ‘নরেন্দ্র মোদি কেন চুপ করে রয়েছেন’ তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। কর্ণাটকে মহিলাদের সঙ্গে যা হয়েছে, তার ‘উত্তর’ নরেন্দ্র মোদিকে দিতে হবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। শুধুমাত্র […]
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদর রাজধানীতে
রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে […]
ওড়িশায় ১৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন চরণ মাঝি
ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। 52 বছর বয়সী মোহন চরণ মাঝি বুধবার রাজ্যের 15 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সাথে, দুই ডেপুটি সিএম কনক বর্ধন সিংদেব (67) এবং প্রভাবতী পারিদা (57)ও শপথ নিয়েছেন। মাঝি মন্ত্রিসভায় ১৩ মন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সুরেশ পূজারি, রবিনারায়ণ নায়েক, নিত্যানন্দ গন্ড, কৃষ্ণ চন্দ্র পাত্র, পৃথ্বীরাজ […]