বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার, উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে, আটক অভিযুক্ত মহিলা

এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন সকালে এই ঘটনা ঘটে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনে৷ অভিযোগ, ওই ট্রেনের মহিলা কামরার ভিতরে বাজারের ব্যাগের ভিতরে কাপড়ে মুড়িয়ে বছর খানেকের একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা৷ ব্যাগের ভিতর থেকে এক সময় শিশুটি কাঁদতে শুরু করে৷ তখনই সন্দেহ হয় মহিলা কামরার অন্যান্য যাত্রীদের৷ ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷ এর পর ট্রেনটি বিরাটী স্টেশনে পৌঁছতেই কোনওক্রমে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই তাঁকে আটক করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়৷ যদিও অভিযুক্ত মহিলার বক্তব্য জানা সম্ভব হয়নি৷ অভিযুক্ত মহিলাকে বিরাটী জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়৷

error: Content is protected !!