এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এ দিন সকালে এই ঘটনা ঘটে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনে৷ অভিযোগ, ওই ট্রেনের মহিলা কামরার ভিতরে বাজারের ব্যাগের ভিতরে কাপড়ে মুড়িয়ে বছর খানেকের একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা৷ ব্যাগের ভিতর থেকে এক সময় শিশুটি কাঁদতে শুরু করে৷ তখনই সন্দেহ হয় মহিলা কামরার অন্যান্য যাত্রীদের৷ ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷ এর পর ট্রেনটি বিরাটী স্টেশনে পৌঁছতেই কোনওক্রমে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই তাঁকে আটক করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়৷ যদিও অভিযুক্ত মহিলার বক্তব্য জানা সম্ভব হয়নি৷ অভিযুক্ত মহিলাকে বিরাটী জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়৷
Related Posts
রবিবার রাজ্যে মোদির জোড়া জনসভা, দলে অন্তর্দ্বন্দ্ব সামলাতে হিমসিম খাচ্ছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
হুগলির চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার আগে হুগলির সাংগঠনিক জেলার পার্টি অফিসে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলের কর্মী-সমর্থকরা ৷ সেই ঝামেলা থামানোর জন্য ময়দানে নামতে হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র ৷ বিজেপি সূত্রে খবর, চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে বুথস্তরের […]
হাওড়া সালকিয়ার তাঁতিপাড়া বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কলেজছাত্রী
বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজছাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিস। রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট […]
স্ত্রীর সঙ্গে বিবাদের জের, ৯ মাসের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা
কোলের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মৃত শিশুর নাম সুজন রুইদাস। বয়স মাত্র ৯ মাস। মৃত ব্যক্তির নাম আবির রুইদাস (৩৫)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙার রুইদাস পাড়ায়। জানা গিয়েছে, আবির ও সরমার বছর কয়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই […]