ফের পড়ুয়ার আত্মহত্য়ার খবর মিলল রাজস্থানের কোটা থেকে ৷ ১৬ বছর বয়সী ওই পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ের ভরতি হওয়ার জন্য সেখানে পড়াশোনা করতে গিয়েছিল ৷ যেখানে সে পিজি হিসেবে থাকত, সেখানকার ঘর থেকেই বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷ চলতি বছরের জানুয়ারি থেকে এই নিয়ে ১৩ জন পড়ুয়া কোটায় আত্মঘাতী হল ৷ ২০২৩ সাল থেকে হিসেব করলে ২৬ জন পড়ুয়া কোটায় আত্মঘাতী হয়েছে ৷ বৃহস্পতিবার যার মৃতদেহ উদ্ধার হয়, তার নাম সন্দীপ কুমার কুরমি ৷ সে বিহারের নালান্দা জেলার বাসিন্দা ৷ দু’বছর আগে সে রাজস্থানের এই শহরে আসে ৷ সেখানকার তিন নম্বর মহাবীর নগরে সে একটি পিজিতে থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ৷ এ দিন সকাল ৭টা নাগাদ সন্দীপের এক সহপাঠী ঘরের বাইরে জানলা দিয়ে প্রথম তার ঝুলন্ত দেহ দেখে ৷ তার পর পুলিশকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে মহাবীর নগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ৷ খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে ৷ কোনও সুইসাইড নোট ওই ঘর থেকে পুলিশ উদ্ধার করতে পারেনি ৷ ফলে মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনও সন্দিহান ৷ সন্দীপের দাদা সঞ্জিতও কোটায় থাকে ৷ সে নিটের প্রস্তুতি নিচ্ছে ৷ সে দাদাবাড়ি এলাকায় পিজি থাকে ৷ পুলিশ তাকেও এই নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সন্দীপ ও সঞ্জিতের মা-বাবা চার বছর আগে মারা যান ৷ তার পর তাদের পড়াশোনার খরচ সামলাচ্ছিলেন কাকা ৷ কিন্তু সন্দীপ পড়াশোনায় তেমন ভালো ছিলে না ৷ নিয়মিত ক্লাসও সে করত না ৷ সেই কারণেই এই আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷
Related Posts
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন
জেল থেকে ছাড়া পাওয়ার আটদিনের মাথায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাজভবনে ঝাড়খণ্ডের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার এক্সকিউটিভ প্রেসিডেন্ট। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সেই অনুষ্ঠানে ছিলেন হেমন্তের বাবা শিবু, মা রূপি, স্ত্রী কল্পনা ও জেএমএমের শীর্ষনেতারা। গত ৩১ জানুয়ারি হেমন্তকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট […]
ভোটের ২৪ ঘণ্টা আগেই যোগীরাজ্যে আয়কর হানায় উদ্ধার ৬০ কোটি
ভোটের মরশুমে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলেন আয়কর আধিকারিকরা। উত্তরপ্রদেশের আগ্রায় শনিবার বিকেল থেকে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে টানা তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের খবর, এক ব্যবসায়ীর বাড়ি থেকেই একদিনে প্রায় ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ব্যবসায়ীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা […]
বিজেপি শাসিত মণিপুরে জ্বালিয়ে দেওয়া হল সিআরপিএফ জওয়ানদের বাস
বিজেপি শাসিত রাজ্য মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে মারার ছক কষা হল। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাওয়ার সময় হামলা হয়। বাসটিকে ঘিরে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আলোড়ন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আবার নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি। সিআরপিএফের এই বাস জ্বালিয়ে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি […]