অসমে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে ৫২, ক্ষতিগ্রস্ত ২৪ লক্ষ মানুষ

অসমে ভয়াবহ বন্যা। বহু মানুষ ঘরছাড়া। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার দ্বিতীয়  পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত এক মাস ধরে পরিস্থিতি ভয়াবহ , যার ফলে ফসল ধ্বংস ও গবাদি পশুর ক্ষতির পাশাপাশি প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে হাজার হাজার মানুষ বন্যার জেরে ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।  অসমের বরপেটা জেলার প্রধান সমস্যা নদীভাঙন ও বন্যা। প্রায় ১,৪০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭৯টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ১,৫৭১.৫ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি জেলা, যেখানে ৭ লাখ ৭৫ হাজার ৭২১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জলে ৬৩,৪৯০.৯৭ হেক্টর ফসলি এলাকা ডুবে গেছে এবং ১১২টি রাজস্ব সার্কেলের ৩,৫১৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, নিয়ামাতিঘাট, গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় ডিব্রুগড় শহরে যান এবং বলেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকার সকলকে সাহায্য করার চেষ্টা করছে।

error: Content is protected !!