৩দিনের মুম্বই সফরে মমতা, যোগ দেবেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে, পাশাপাশি বৈঠক করবেন উদ্ধব ও পাওয়ারের সঙ্গেও

তিনদিনের সফরে মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগদান করার পাশাপাশি উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। ১১ তারিখ দুপুরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ১৩ তারিখ সন্ধ্যেবেলায় কলকাতায় ফিরে আসার কথা মমতার। নবান্ন সূত্রে খবর, ১১ তারিখ সন্ধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ১২ তারিখ আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীও। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন তিনি। ১২ তারিখ সারবেন একাধিক বৈঠক। এর পরে বিকেলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

error: Content is protected !!