লোকসভা ভোট মিটতেই বুধবার ৭ রাজ্যের ১৩টি আসনে উপনির্বাচন। এর মধ্যে বাংলার চারটি কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। চারটি কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন রয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাগদা কেন্দ্রে। এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের রাত থেকে উত্তপ্ত রানাঘাট দক্ষিণের পায়রাডাঙা। মঙ্গলবার মধ্যরাতে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপি কর্মী শ্রাবন্তী দে-র অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতী। বাড়িতে ভাঙচুর করেছে অভিযুক্তরা। ঘটনাটি ঘিরে আজ সকালেই নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তিনি। পাশাপাশি পায়রাডাঙার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি তিনি। এই ঘটনায় আগামী দু’ঘণ্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে মানিকতলার একটি বুথে ইভিএম লক হয়ে যাওয়ায় সকাল সাড়ে সাতটা বেজে গেলেও ভোটগ্রহণ শুরু হয়নি। ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে এই বিপত্তি ঘটে। প্রসঙ্গত, আজ বাংলা ছাড়া, বিহার, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড মিলিয়ে আরও ৯টি আসনে উপনির্বাচন শুরু হয়েছে।
Related Posts
বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ২ শিশু সহ ৩
বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি শিশু সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। গাড়ির নীচেই চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুতবেগে আসছিল। […]
পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, রিপোর্ট নবান্নে পাঠাল পুলিশ
নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্যপালের। শ্লীলতাহানির অভিযোগের পর আরও অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষেণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। দিল্লির এক নামী ওড়িশি নৃত্যশিল্পী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের রিপোর্ট এবার কলকাতা পুলিশ নবান্নে পাঠাল। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি এক নামী ওড়িশি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। তাঁর সঙ্গে […]
তৃণমূলের চাপের মুখে নতিস্বীকার, এনআইএ এসপি ডি আর সিংকে দিল্লিতে তলব
ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করার দাবি সামনে রেখে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে সোমবারের পর আজ মঙ্গলবারও দিল্লিতে ধর্নায় বসল তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস।তৃণমূলের যুবনেতা সুদীপ রাহাও রয়েছেন তাদের […]