চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, জানালো BCCI

২০২৫ সালে আয়োজিত চলে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে আপডেট দিল BCCI। পাকিস্তানে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পড়শি দেশে যাবে কি না সেটা নিয়ে জল্পনা ছিল। পাকিস্তান তাদের মতো করে সূচি ঘোষণা করলেও ভারতের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল না অবশেষে BCCI তাদের অবস্থান স্পষ্ট করল এবং পাকিস্তানকে পাল্টা পরামর্শও দিল। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানান, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এর বদলে BCCI ICC-কে পরামর্শ দেবে ম্যাচগুলো দুবাই অথবা শ্রীলঙ্কাতে আয়োজনের জন্য। যার অর্থ, BCCI চাইছে এশিয়া কাপের মতো, চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে।

error: Content is protected !!