কেরালায় ক্রিকেট কোচের দ্বারা মহিলা খেলোয়াড়দের যৌন নিপীড়নের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে যৌন নির্যাতনে লিপ্ত কোচের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) কাছে ক্রমাগত অভিযোগ আসছিল। এরপরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়নি এবং তাঁকে কাজ করতে দেওয়া হয়েছিল। জানা গেছে, ২০১৮ সালে কেরালার তিরুবনন্তপুরমে মহিলা ক্রিকেট কোচ এম মনুর বিরুদ্ধে মেয়েদের অপব্যবহার ও হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছিল। কেরালা ক্রিকেট বোর্ডের বৈঠকেও এই বিষয়টি উঠেছিল। তবে কেসিএ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি এবং মনু কোচ হিসেবেই বহাল ছিলেন। ২০২২ সালে, একজন নাবালিকা মহিলা খেলোয়াড়ও মনুর বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ করেছিলেন। বিষয়টি কেসিএ-তেও পৌঁছেছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে POCSO-এর অধীনে মামলা দায়ের করা হয়। এফআইআর নথিভুক্ত হওয়ার পরেও, তাঁকে পদে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। পরে মহিলা খেলোয়াড় তার বক্তব্য পরিবর্তন করে নিয়েছিলেন। কেসিএ মিডিয়াকে বলেছে যে ২০২২ সালে বিষয়টি প্রকাশ্যে আসার পরে, এটি মনুকে কোচিং থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু আদালত যখন তাঁকে ক্লিন চিট দেয়, তখন সে আবার মেয়েদের ক্রিকেট শেখানো শুরু করে। কেসিএ দাবি করেছে, তখন বহু মানুষ মনুর সমর্থনে এসেছিলেন। এটি লক্ষণীয় যে সম্প্রতি কেসিএতে ক্রিকেট কোচিং দেওয়া এম মনুর বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ উঠেছিল। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৬ জন ভুক্তভোগী অভিযোগ করেছিলেন। এই সমস্ত মামলা POCSO-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ২০১৮ সালে মনু তাদের যৌন নির্যাতন করেছিল। তামিলনাড়ুর একটি লজে মহিলা খেলোয়াড়কে যৌন হেনস্থা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের জুন মাসে এই মামলায় FIR নথিভুক্ত করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে এই অভিযোগ স্বীকার করেছেন মনু। বাকি মামলায় তিনি এখনও স্বীকারোক্তি দেননি। মহিলা খেলোয়াড়রাও তাদের অভিযোগে তাদের কথা বলেছেন। খেলোয়াড়রা জানিয়েছেন, মনু তাদের নগ্ন ছবি দিতে বলত। তিনি বলতেন, বিসিসিআই এবং কেসিএ-র স্ক্রিনিংয়ের জন্য এই ছবিগুলি প্রয়োজনীয়। প্রশিক্ষণের সময়ও তিনি মহিলা খেলোয়াড়দের নিয়ে অশ্লীল মন্তব্য করতেন। এ ছাড়া তিনি তাদের ওপর যৌন শোষণের জন্য চাপ দিতেন এবং বিরোধিতাকারী খেলোয়াড়দের দল থেকে বের করে দিতেন। এম মনু বর্তমানে কেরালা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত করছে পুলিশ। তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) তিরুবনন্তপুরম অধ্যায়ে মেয়েদের কোচ হিসাবে কাজ করেছিলেন তিনি। যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার পরে ২০ জুন রাজ্যের রাজধানী ক্যান্টনমেন্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। একটি নাবালিকা মেয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পরবর্তীকালে, পুলিশ আরও পাঁচটি নাবালিকা মেয়ের কাছ থেকে অভিযোগ পেয়েছে। পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
Related Posts
ট্রফি জয়ের প্রায় ২ মাস বাদে ২৩ জুলাই ইডেনে সেলিব্রেশন প্ল্যান করল কলকাতা নাইট রাইডার্স, থাকবেন শাহরুখ
দশ বছর পর অবশেষে শাপমোচন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর, এবার সেই গম্ভীরকে মেন্টর করে চ্যাম্পিয়ন হয় কলকাতার দল। এই নিয়ে নাইটরা তিন বার আইপিএল জিতল। তবে ট্রফি জয়ের পর আর কলকাতায় ফেরা হয়নি নাইট রাইডার্সের। তিলোত্তমার বুকে হয়নি সেলিব্রেশনও। এবার সেই শিরোপা জয়ের উদযাপন হতে চলেছে […]
WCL 2024: ফের ভারতের ‘বিশ্বজয়’, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর খেতাব জিতে নিল ইন্ডিয়া
বার্মিংহ্যামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে দাপটের সঙ্গে হারিয়ে কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। লিগের ম্যাচে এই পাকিস্তানের কাছেই হারের মুখ দেখতে হয়েছিল যুবরাজ সিংদের। সেদিক থেকে লেজেন্ডস লিগের খেতাবি লড়াইয়ে শাহিদ আফ্রিদিদের হারিয়ে ভারতীয় দল হিসাব সুদে-আসলে মিটিয়ে নিল বলা যায়। ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল। তারা নির্ধারিত […]
পদক পাচ্ছেন না ভিনেশ ফোগাট! আবেদন খারিজ আন্তজার্তিক ক্রীড়া আদালতে
অলিম্পিক্সে পদক পাচ্ছেন না ভিনেশ ফোগাট! সরকারিভাবে রায় ঘোষণা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তারকা কুস্তিগীরের আবেদন খারিজ হয়ে গিয়েছে। সূ্ত্রে খবর তেমনই। অলিম্পিক্স স্বপ্নভঙ্গ। সোনা না হোক, কু্স্তিতে ৫০ কেজি বিভাগে রুপো তো পেতেনই ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি! সেই কারণে […]