আবারও অস্বস্তিতে পড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি সভাপতি জগন মোহন রেড্ডি। দলের পার্টি অফিস আগেই ভেঙে চুরমার করে দিয়েছিল অন্ধ্র সরকার। আর এবার জগন মোহন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। গুন্টুর জেলার নাগারামপালেম পুলিশ শুক্রবার তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হেফাজতে নির্যাতন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের উন্দির বিধায়ক কে রঘুরাম কৃষ্ণম রাজু (আর আর আর) অভিযোগ করেছেন, তিনি একটি মামলায় জেলে থাকার সময় তাঁর ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল। তাঁকে মারধর করা সহ শারীরিক নির্যাতন, শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়। এই অভিযোগের ভিত্তিতে জগন রেড্ডি ছাড়াও পুলিশের প্রাক্তন ডিজি (গোয়েন্দা) পিএসআর অঞ্জনেয়ুলু, প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এবং গুন্টুরের সরকারি জেনারেল হাসপাতালের প্রাক্তন সুপারিনটেনডেন্ট বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। এই পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১৬৬, ১৬৭, ১৯৭, ৩০৭, ৩২৬, ৪৬৫, ৫০৬ আর/ডব্লিউ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এই ঘটনার আরও তদন্ত চলছে। এফআইআর অনুযায়ী, রঘুরাম কৃষ্ণম রাজুকে ২০২১ সালের মে মাসে হায়দরাবাদে সিআইডি গ্রেফতার করেছিল। এরপর হায়দরাবাদের স্থানীয় আদালতে হাজির সিআইডি তাঁকে গুন্টুরে নিয়ে যায়। তিনি উল্লেখ করেছেন, তাঁকে সিআইডি অফিসার পিভি সুনীল কুমার, পিএসআর এবং আরও কয়েকজন পুলিশ অফিসার রাবার বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করেছিলেন।তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির নির্দেশে বিধায়ককে তাঁর হৃদরোগের জন্য ওষুধ খাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ।
Related Posts
স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন সঞ্জয় সিং
অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার খারাপ আচরণ করেছেন, হেনস্থা করেছেন স্বাতী মালিওয়ালকে। আন্তর্বতী জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতী মালিওয়াল । কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে বসার ঘরে অপেক্ষা করছিলেন সাংসদ। ওই সময় কেজরিওয়ালের পি এ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে […]
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন বাংলার ডিজে
রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক ডিজে৷ নিহত ওই যুবকের নাম সঞ্জীব৷ পানশালায় আসা কয়েকজন যুবকের সঙ্গে পানশালার বাউন্সারদের হাতাহাতির পরই এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি একটি নামজাদা হোটেলের পানশালায় এই ঘটনা ঘটে৷ মহিলাদের উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পানশালায় আসা কয়েকজন […]
কেরলে ২দিন ধরে হাসপাতালের লিফটে আটকে রোগী, ৪৮ ঘণ্টা পর উদ্ধার
রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়ে দু’দিন লিফটেই আটকে থাকলেন রোগী। ৪৮ ঘণ্টা পর সোমবার লিফট খুলে তাঁকে উদ্ধার করা হয়েছে। আপাতত সুস্থ আছেন ৫৯ বছরের ওই প্রৌঢ়। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। কেরলের এক সরকারি মেডিক্যাল কলেজে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন উলুরের বাসিন্দা রবীন্দ্রন নায়ার। কলেজের ওপি ব্লকের ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলেন। কিন্তু প্রৌঢ়ের দাবি, লিফটটি […]