কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জম্মু-কাশ্মীরের ডোডায় নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন। পাশাপাশি তীব্র আক্রমণ করলেন বিজেপি সরকারকে। সোমবার রাতে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর। জঙ্গি-সেনা সংঘর্ষে এক সেনা আধিকারিক-সহ ভারতীয় সেনার ৪ জওয়ান শহিদ হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। ফের নতুন করে একের পর এক জঙ্গিহানা জম্মু কাশ্মীরে। স্বভাবতই ঘটনা ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “বিজেপির ভুল নীতির ফল ভুগছেন জওয়ানরা ও তাঁদের পরিবার।” রাহুল গান্ধি ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, “জম্মু-কাশ্মীরে জঙ্গি এনকাউন্টারে আবারও আমাদের জওয়ানরা শহিদ হয়েছেন। আমি শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একের পর এক ঘটে যাওয়া এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একের পর এক জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের বেহাল দশা আরও প্রকট করছে। বিজেপির ভুল নীতির ফল আমাদের জওয়ান ও তাঁদের পরিবারকে ভুগতে হচ্ছে। প্রত্যেক দেশভক্ত ভারতীয়র দাবি, দেশে বারবার নিরাপত্তার গাফিলতির এই দায় সরকারকে নিতে হবে, সেইসঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
Related Posts
আদালতের সমালোচনা, বিচারপতির মন্তব্যকে “কলঙ্কজনক” বলল সুপ্রিমকোর্ট
এক অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতি। সেই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণকে “কলঙ্কজনক” এবং “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি সেহরাওয়াতের একটি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সুপ্রিমকোর্টের সমালোচনা করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের […]
৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং
লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন […]
দিল্লিতে গুলি করে খুন জিম মালিক
দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। […]