বাহিনীর নিরাপত্তায় ব্যর্থ মোদি সরকার, কাশ্মীরের জঙ্গি হানায় তীব্র নিশানা রাহুলের

 কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জম্মু-কাশ্মীরের ডোডায় নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন। পাশাপাশি তীব্র আক্রমণ করলেন বিজেপি সরকারকে। সোমবার রাতে ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর। জঙ্গি-সেনা সংঘর্ষে এক সেনা আধিকারিক-সহ ভারতীয় সেনার ৪ জওয়ান শহিদ হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। ফের নতুন করে একের পর এক জঙ্গিহানা জম্মু কাশ্মীরে। স্বভাবতই ঘটনা ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “বিজেপির ভুল নীতির ফল ভুগছেন জওয়ানরা ও তাঁদের পরিবার।” রাহুল গান্ধি ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, “জম্মু-কাশ্মীরে জঙ্গি এনকাউন্টারে আবারও আমাদের জওয়ানরা শহিদ হয়েছেন। আমি শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একের পর এক ঘটে যাওয়া এ ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একের পর এক জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের বেহাল দশা আরও প্রকট করছে। বিজেপির ভুল নীতির ফল আমাদের জওয়ান ও তাঁদের পরিবারকে ভুগতে হচ্ছে। প্রত্যেক দেশভক্ত ভারতীয়র দাবি, দেশে বারবার নিরাপত্তার গাফিলতির এই দায় সরকারকে নিতে হবে, সেইসঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

error: Content is protected !!