একের পর এক নির্বাচনে ভরাডুবির পর, সদ্য সমাপ্ত উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলায় জোড়াফুলের কাছে চার শূণ্যে গো হারান হেরেছে পদ্ম শিবির। এরপরেই বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। একদিক যখন ক্রমশ পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে বিজেপি, তখনই দলের অভ্যন্তরেও চলছে হারের দায় কে নেবে তা নিয়ে ঠেলাঠেলি। এই প্রেক্ষাপটেই মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা বিকাশ নয়’, বরং তার বদলে স্লোগান উঠুক ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে শোরগোল। সাংগঠনিক বৈঠকে এবার সংখ্যালঘু মোর্চা না রাখার পক্ষে জোরাল সওয়াল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সরাসরি অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি রাজ্যের জাতীয়তাবাদী মুসলিম নেতাদের কাছে বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু, তাঁরা তা দেননি৷ বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেন,আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। আর বলব না।’ এরপরে দু’হাত জোড় করে কিছুক্ষণ চুপ করে থাকেন বিরোধী দলনেতা। তার পরে আবার আগের মতো চিৎকার করে বলেন, ‘বলব, যো হামারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো।’ বক্তৃতা শেষ করেন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে। শুভেন্দু এদিন তাঁর ভাষণে এটাও স্পষ্ট করে দেন গত লোকসভা নির্বাচনের মতো আগামী দিনেও সব নির্বাচনেই বাংলায় ধর্মীয় মেরুকরণের পক্ষে হাঁটতে চান তিনি। এখানেই শেষ নয়, বক্তৃতার শেষে তিনি বলেন, সংখ্যালঘু মোর্চার দরকার নেই। অর্থাৎ দলে সাংগঠনিক পরিবর্তনের ডাক দেন নন্দীগ্রামের বিধায়ক। একেবারে শেষে বলেন, ‘নো নিড ফর সংখ্যালঘু মোর্চা’। আপনারাও বলেছিলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’, কিন্তু, আর বলব না৷ বলব, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বনধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’’
Related Posts
‘কাঁথিতে জিতে গেছে তৃণমূল, অথচ বিজেপিকে জেতাতে দেওয়া হচ্ছে না সার্টিফিকেট’, অভিযোগ মুখ্যমন্ত্রীর
বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে […]
পুলিশ ক্লিয়ারেন্স সার্টফিকেট পেতে যেতে হবে না থানায়, অনলাইনেই করা যাবে আবেদন, বদলে গেল নিয়ম
যেকোনও সরকারি চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তবে এই সার্টিফিকেট পেতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয় চাকরি প্রার্থীকে। ছুটে যেতে হয় পুলিশের কাছে। তবে এবার আর এই সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না থানা বা পুলিশ সুপারের অফিসে। এবার একেবারে বাড়িতে বসেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এর ফলে […]
রানাঘাটে ভোটের আগেই ফের বিজেপি বড় ভাঙন,
এনডিএ চারশো আসন পার করে ফেলবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু রানাঘাট থেকে তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বললেন, ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি৷ একই সঙ্গে অভিষেকের দাবি, প্রথম দফায় উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে, সেই তিনটি আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷ রবিবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা […]