বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে। আর নিম্নচাপটির প্রভাবে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ২১ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে শনিবার বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ এক-দুই পশলা বৃষ্টিপাত হতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২১ জুলাই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আর এর ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে।
Related Posts
২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়
রাত পোহালেই ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয় ২১শে জুলাইয়ের মঞ্চকে যেন আরও বেশি রাঙিয়ে তুলেছে। ২০২১ সালের বিধানসভার পরে চলতি বছরের লোকসভায় ঘাসফুল ম্যাজিক দেখেছে রাজ্য। মাত্র দু’বছর পরেই রাজ্যে আবার বিধানসভা নির্বাচন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সেই নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই যেসব সমর্থকেরা আসবেন তাঁদের […]
রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিবেক সহায়
রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক সহায়। তাঁকে দুবছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তিনি অবসরপ্রাপ্ত আইএএস সঞ্জয় থাড়ে-র জায়গায় এলেন। থাড়ে-র কার্যকালের মেয়াদ ২৯মে শেষ হয়ে যায়। লোকসভা নির্বাচন চলায় নতুন করে কাউকে এই পদে দায়িত্ব […]
সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চাপে পড়ে যায় বঙ্গ বিজেপি। গোটা পরিকল্পনার নাটের গুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেন সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও বিজেপি নেতারা দাবি করে যাচ্ছেন এটা ভুয়ো। কিন্তু আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও […]