কাপলিং ছিঁড়ে আলাদা হল বগি, ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস

ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সোমবার সমস্তিপুরে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে, যেখানে দ্বারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী বিহারের সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং কোচ দু’টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুমরে সমষ্টিপুর-মুজাফফরপুর রেল সেকশনের ক্ষুদিরাম বোস পুসা স্টেশনের কাছে। ঘটনার পর স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে বিপত্তি, আলাদা হয়ে যায় বগি। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর-মুজফ্‌‌ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে। এই ঘটনার খবর পেতেই সোনপুর থেকে রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পর ট্রেনটিকে পুলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। চলন্ত অবস্থায় ট্রেনের বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিশেষ করে সম্প্রতি পর পর বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। বিহারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের দুর্ঘটনা সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি উস্কে উঠেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে রেল সূত্রে খবর।

error: Content is protected !!