আজ, বৃহস্পতিবার থেকে কলকাতা ও শহরতলি এলাকায় একাধিক বাস বাতিল হচ্ছে। কারণ আদালতের নির্দেশ অনুযায়ী, যে সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে সেসব বাস আজ ১ অগস্ট থেকে বসিয়ে দিতে হবে। কেএমডিএ এলাকায় প্রায় সাড়ে তিন হাজারের মতো বেসরকারি বাস চলে। আদালতের নিষেধাজ্ঞার জেরে তার একটা বড় প্রভাব পড়ল শহরে। সবথেকে বেশি প্রভাব পড়ল কলকাতা–হাওড়া রুটে। আর হাবড়া, বসিরহাট, অশোকনগর, বারাসাত, ব্যারাকপুর, দক্ষিণ ২৪ পরগনার আমতলা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও কলকাতা–বজবজ রুটের বেশিরভাগ বাস আর রাস্তায় নামতে পারবে না। তাই যাত্রীদের ভোগান্তি বাড়তে শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, এই আবহ হবে আগাম বুঝতে পেরে দু’দফায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পরিবহণমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাস মালিকরা। তাতে এইসব বাস আরও দু’বছর চালানোর অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সবুজ সংকেত মেলেনি। কারণ আদালতের রায়ের উপর হস্তক্ষেপ করা যায় না। আর বিষয়টি নিয়ে আদালতের স্পষ্ট নির্দেশ না থাকায় রাজ্য সরকার সেই আবেদনে কোনও সাড়া দেয়নি। পরিবহণ দফতর সূত্রে খবর, আদালতের রায়কে মান্যতা দিয়ে যে সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে তাদের আর রাস্তায় নামতে দেওয়া হয়নি। নিয়ম ভাঙলে গাড়ি সিজ পর্যন্ত করা হবে। আইন সবার জন্য সমান। তবে বিকল্প পথ ভাবা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘এখনই এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে ২০০৯ সাল থেকে ধাপে ধাপে ১৫ বছরের বেশি বয়সের বাসকে স্ক্র্যাপ করা হচ্ছে। তবে গত পাঁচ বছরে প্রায় ১৪০০ বাস রাস্তায় নেমেছে। রাস্তায় এখন যথেষ্ট সংখ্যক বাস আছে। কিছু বাস বসলেও তেমন কোনও প্রভাব পড়বে না।’
Related Posts
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা ও বারসতে বিক্ষোভ মিছিল বাম সংগঠন গুলির
আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে উত্তপ্ত রাজনৈতির মহল ৷ মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার বারসতে দফায় দফায় বিক্ষোভ দেখাল সিপিএম ও শ্রমিক সংগঠন সিটু ৷ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলাশাসক দফতরের অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি বাঁধল বারাসতে। কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএনএস, আইএনটিইউসি, ইউটিইউসি’র নেতৃবৃন্দ। আরজি করে পড়ুয়া […]
কনভয়ের মাঝে গাড়ির ধাক্কা, মাথায় চোট তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের
মধ্যমগ্রামের বাড়ি থেকে বারাসতের কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার ৷ বারাসতের সাংসদ তথা ওই আসনের তৃণমূল প্রার্থীর মাথায় আঘাত লেগেছে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর ৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে যোগদান কর্মসূচি ছিল। সেখানেই আসার জন্য দুপুর আড়াইটের পর মধ্যমগ্রাম বাদুরোড […]
রাজ্যপালের কথা মতো হল না, ডেপুটি স্পিকারের বদলে সায়ন্তিকাদের শপথ পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
অবশেষে বিধানসভায় শপথ গ্রহণ করলেন দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। আজ শুক্রবার বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব শপথ বাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করানোয় উঠছে প্রশ্ন। বৃহস্পতিবারই বিধানসভার বিশেষ অধিবেশনের কথা জানিয়েছিলেন […]