মাইথন-পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, রাজ্য বন্যা পরিস্থিতি অবনতি!

একটানা ভারী বৃষ্টির জেরে পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। তাই শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি। ডিভিসি সূত্রে খবর রবিবার বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। অল্প পরিমাণে জল ছাড়া হয়েছে মাইথন থেকেও। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,১৪,০০ কিউসেক জল। পাশাপাশি মাইথন থেকে ছাড়া হয়েছে ৬০০০ কিউসেক জল। দামোদর এই দু’টি নদী থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার জেলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একাধিক এলাকা ঘিরে। প্রসঙ্গত, শুক্রবারে ২০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে। যখন দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকা ভারী বৃষ্টির ফলে জলের তলায়, তখন এই জল ছাড়া চিন্তা বাড়িয়েছিল মানুষের।

error: Content is protected !!