অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে ভয়াবহ হিংসায় জ্বলছে ব্রিটেন। শহরের জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। জানালেন, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাঁদের কাউকে রেহাত করা হবে না। গোটা ঘটনার সূত্রপাত এক দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে। গত সপ্তাহে ব্রিটেনের সাউথপোর্টে এক নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। এই ঘটনায় মৃত্যু হয় ৩ জন মেয়ের। এর পরই রটে যায় এই হামলাকারী একজন অভিবাসী এবং ইসলামিক কট্টরপন্থী। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা ব্রিটেনে। শুরু হয় সরকারের বিরুদ্ধে অভিবাসন বিরোধী বিক্ষোভ। কয়েক ঘন্টার মধ্যেই তা হিংসাত্মক আকার নেয়। বিভিন্ন জায়গায় হামলা চালানো হয় অভিবাসীদের উপর। সময়ের সঙ্গে সঙ্গে এই দাঙ্গা আরও গুরুতর আকার নেয়।
Related Posts
চিনে হড়পা বানে ভাঙল ব্রিজ, ভেসে গেল ২০টি গাড়ি, মৃত ১১, নিখোঁজ ৩০
বৃষ্টি এবং হড়পা বানে চিনে বিপত্তি। দুর্যোগের মাঝে সে দেশের শাংসি প্রদেশে ভেঙে পড়ল একটি ব্রিজ। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, শাংসি প্রদেশের ঝাশুই কাউন্টিতে ড্যানিং এক্সপ্রেসওয়েতে ব্রিজটি ভেঙে পড়ে নদীতে। সেখানে ভেসে যায় একাধিক গাড়ি। খোঁজ মিলেছে মাত্র পাঁচটির। উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। মনে করা হচ্ছে আরও […]
যুদ্ধের মাঝে ইউক্রেনে মোদি-জেলেনস্কির বৈঠক
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আবহে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক মাস আগেই মোদী গিয়েছিলেন রাশিয়ার সফরে। সেখানে তিনি সেদেশরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবার ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল মোদির। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মোদীর এই ঐতিহাসিক সফর ঘিরে নজর রয়েছে গোটা বিশ্ব কূটনীতির। ইউক্রেনে […]