বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতি দিন মাত্র দু’টি উড়ান চালু থাকছে। পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও। ভিস্তারার একটি বিমান প্রতি দিন মুম্বই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এ ছাড়া দিল্লি-ঢাকা সাপ্তাহিক তিনটি বিমান চলবে। সাধারণত, ইন্ডিগো বিমানসংস্থার দিল্লি, মুম্বই এবং চেন্নাই থেকে ঢাকাগামী তিনটিই দৈনিক উড়ান রয়েছে। কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য রয়েছে দৈনিক দু’টি বিমান। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতগুলি উড়ান চালু থাকবে, তা এখনই বলা যাচ্ছে না।
Related Posts
‘৪ জুন ৪০০ পার, আবারও মোদি সরকার’, আগরতলার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রীর
রাম নবমীতে ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ রাম নবমীর একটি ঐতিহাসিক উপলক্ষ। আজ ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক মিনিট পর পবিত্র নগরী অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক লাগিয়ে ভগবান […]
শিশু নির্যাতনে প্রথম তিনে সবকটি বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উল্লিখিত পরিসংখ্যানে রীতিমতো বিপাকে গেরুয়া শিবির
আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে উত্তাল সারা রাজ্য। কিন্তু কেন্দ্রের দ্বিতীয় মোদি সরকারের জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সুরক্ষিত ছিল না শিশুরা? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২-এই চার বছরে পকসো আইনের ধারায় সবথেকে বেশি মামলা রুজুর সংখ্যায় দেশের মধ্যে একেবারে প্রথম তিনে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ, প্রতিটিই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজ্য। পাশাপাশি […]
পুরী থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ছিটকে পড়ল কলকাতাগামী বাস, মৃত ৫, আহত ৩০
দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস। ওড়িশা থেকে কলকাতায় ফেরার পথে জাজপুর জেলায় জাতীয় সড়কের উপর একটি সেতু থেকে নীচে পড়ে যায় বাসটি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মৃত যাত্রীদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে খবর। আহতের সংখ্যা আরও বেশি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৩০ জন আহত হয়েছেন বাস […]