অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, এই ঘোষণা আগেই করা হয়েছিল। বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানালেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকার শপথ নিতে চলেছে। প্রাথমিকভাবে সেখানে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানান তিনি। তবে সেই সংখ্যা এক দুই জন বেশিও হতে পারে। বুধবার সেনার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই ওয়াকার-উজ-জামান বলেন, ‘ কিছুক্ষণ আগে মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হল। আমার অত্যন্ত ভালো লেগেছে। মনে হয়েছে আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে তিনি সক্ষম হবেন। আমরা উপকৃত হব।’ পুলিশ এই মুহূর্তে ‘ডিউটিতে নেই’, এই মন্তব্যও সোনা যায় বাংলাদেশের সেনাপ্রধানের কণ্ঠে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসার খবর সামনে আসছিল সোমবার থেকেই। সেনাপ্রধানের আশ্বাস, পুলিশ পুনরায় গঠন করা হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে। সেনা সমস্ত শক্তি দিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করছে এবং পড়ুয়ারা এই কাজে এগিয়ে এসেছেন বলেও জানান তিনি। ওয়াকার-উজ-জামান বলেন, ‘ছাত্র এবং স্বেচ্ছাসেবকরা খুব ভালো করছেন। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাঁদের অনুরোধ করব ভালো কাজ যেন চালিয়ে যান। ঢাকার বাইরে যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে তা প্রতিহত করার জন্য ছাত্রদের অনুরোধ করেছিলাম। সেই অনুরোধে তারা সাড়া দিয়েছে।’ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে এসে পৌঁছবেন। তাঁকে সাহায্য করবে বাংলাদেশের সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না। পুলিশের পুর্নর্বাসনের কাজ চলছে। তাদের মনোবল ফিরবে বলে আশা করছি। নিশ্চিত করছি সেনা সবসময় মানুষের সঙ্গে রয়েছে। একসঙ্গে কাজ করে যাব। আমরা একসঙ্গে সুন্দর ভবিষ্যতে পৌঁছতে পারব বলে বিশ্বাস করি।’
Related Posts
থাইল্যান্ড সীমান্তের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা
রাতভর অভিযান চালিয়ে থাইল্যান্ড সীমান্তবর্তী প্রধান শহর মায়াবতীর দখল নিল মায়ানমারের বিদ্রোহী জোট। ওই এলাকায় সক্রিয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর তরফে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। তাদের দাবি, থাইল্যান্ড সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত জুন্টা সেনার ‘ব্যাটেলিয়ন ২৭৫’-এর সদর দফতরেরও দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। থাইল্যান্ড সীমান্তরক্ষী বাহিনীর সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে জানানো […]
বাংলাদেশ নতুন করে হওয়া সংঘর্ষে নিহত ৭৯, আহত শতাধিক, দেশজুড়ে জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট
ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে দেশের ১৮ জেলায় নিহত হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে পুলিস কর্মীরা রয়েছেন। বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। পরিস্থিতি বিচার করে রবিবার সন্ধ ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে সারাদেশে। রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন আওয়ামী লিগ ও বিক্ষোভকারীরা। ঢাকা ছাড়াও সংঘর্ষ ছড়িয়েছে বগুড়া, পাবনা, রংপুর, […]
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল যাত্রীবাহী, মৃত ৬২
ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যে বিমানে ৫৮ জন যাত্রী-সহ মোট ৬২ জন ছিল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর যে এলাকায় সেই বিমান পড়েছে, তা জনবহুল এলাকা। সেই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, […]