আগামীকাল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ, ঘোষণা সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, এই ঘোষণা আগেই করা হয়েছিল। বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানালেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকার শপথ নিতে চলেছে। প্রাথমিকভাবে সেখানে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানান তিনি। তবে সেই সংখ্যা এক দুই জন বেশিও হতে পারে। বুধবার সেনার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই ওয়াকার-উজ-জামান বলেন, ‘ কিছুক্ষণ আগে মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হল। আমার অত্যন্ত ভালো লেগেছে। মনে হয়েছে আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে তিনি সক্ষম হবেন। আমরা উপকৃত হব।’ পুলিশ এই মুহূর্তে ‘ডিউটিতে নেই’, এই মন্তব্যও সোনা যায় বাংলাদেশের সেনাপ্রধানের কণ্ঠে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসার খবর সামনে আসছিল সোমবার থেকেই। সেনাপ্রধানের আশ্বাস, পুলিশ পুনরায় গঠন করা হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে। সেনা সমস্ত শক্তি দিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করছে এবং পড়ুয়ারা এই কাজে এগিয়ে এসেছেন বলেও জানান তিনি। ওয়াকার-উজ-জামান বলেন, ‘ছাত্র এবং স্বেচ্ছাসেবকরা খুব ভালো করছেন। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাঁদের অনুরোধ করব ভালো কাজ যেন চালিয়ে যান। ঢাকার বাইরে যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে তা প্রতিহত করার জন্য ছাত্রদের অনুরোধ করেছিলাম। সেই অনুরোধে তারা সাড়া দিয়েছে।’ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে এসে পৌঁছবেন। তাঁকে সাহায্য করবে বাংলাদেশের সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না। পুলিশের পুর্নর্বাসনের কাজ চলছে। তাদের মনোবল ফিরবে বলে আশা করছি। নিশ্চিত করছি সেনা সবসময় মানুষের সঙ্গে রয়েছে। একসঙ্গে কাজ করে যাব। আমরা একসঙ্গে সুন্দর ভবিষ্যতে পৌঁছতে পারব বলে বিশ্বাস করি।’

error: Content is protected !!