মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও গ্রামবাসীরা চোখের জলে তাঁকে বিদায় জানায় । জানা গিয়েছে, শহিদ আকবর খানের বয়স ২৮ বছর ৷ ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বোম্বে রেজিমেন্টে নিয়োগ হয় তাঁর । বর্তমানে তিনি লেহ সামরিক মহড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার একটি সামরিক মহড়া চলাকালীন আকবর খান দুর্ঘটনার কবলে পড়েন ৷ যার কারণে তাঁর মৃত্যু হয় । সেনা সূত্রে খবর, লেহ নদীর উপর একটি সেতু তৈরির জন্য মহড়া চালানো হচ্ছিল ৷ সেই সময় ছ’জন সেনা জওয়ান নদীতে পড়ে যান ৷ যার মধ্যে পাঁচজন জওয়ানকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর আকবর খানের দেহ উদ্ধার হয় নদী থেকে । গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে শহিদ জওয়ান আকবর ছিলেন বড় । মাত্র 2 বছর আগে সেবারাই তহশিল এলাকার সরাইলা গ্রামে দিলানশিন খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁদের একটি ছেলে রয়েছে ৷ তার নাম ওরহান খান । শহিদ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ৷ জওয়ানের স্ত্রী দিলানশিন খাতুন, ছোট ভাই ইসরাফিল খান ও মা আসমা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন ৷ ঘটনার খবর পেয়ে সেনা জওয়ানের বাড়িতে পৌঁছে শোকপ্রকাশ করেন গ্রামবাসীরা ।
Related Posts
সেবির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে রাহুলের নিশানায় মোদি সরকার, যৌথ-সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি
হিন্ডেনবার্গ রিসার্চের তরফে সেবির চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে কংগ্রেস তোপ দেগেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি এই নিয়ে সেবির নিরেপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থার নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয়েছে ৷ তিনি পুরো বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে […]
ফের ধস জম্মু-কাশ্মীরে, একাধিক বাড়ি ও রাস্তায় ফাটল
ফের ধস নামল জম্মু-কাশ্মীরে। কাশ্মীরের রামবান জেলার পেরনোট এলাকায় ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা, বিদ্যুতের খুঁটি। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকেরা […]
গ্রেফতার সম্পূর্ণ অবৈধ, ‘নিউজ ক্লিক’ কর্ণধার প্রবীর পুরকায়স্থর জামিনের নির্দেশ সুপ্রিমকোর্টের
নিউজ ক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকের বেআইনি বলে উল্লেখ করে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত বছরের ৩ অক্টোবর চিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় প্রবীরকে, এরপর থেকে তিনি তিহাড় জেলে বন্দী ছিলেন। একই সংস্থার এইচআর অমিত চক্রবর্তীকেও বন্দি করে পুলিশ। গত বছর নিউজক্লিকের দফতর ও প্রায় ত্রিশজন সাংবাদিকের বাড়িতে […]