ফের ধর্ষণের খবর। এ বার পঞ্জাবের লুধিয়ানায় গণধর্ষণের অভিযোগ। প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ার ‘প্রতিশোধ’ নিল বাবা। অভিযোগ, পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে মিলে গণধর্ষণ করল প্রেমিকের বিবাহিতা বোনকে। অভিযোগ, গণধর্ষণেই থেমে যায়নি অপরাধ। পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে মোবাইলে। পুলিশসূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত ১ মে-এর। ঘটনার অভিঘাতে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ওই মহিলা, তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতে পারেননি। মানসিক বিপর্যস্ত ভাব কাটিয়ে ওঠার পর অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে টিব্বা রোড থানায় অভিযোগ জানানো হয় রবীন্দ্র সিং, তাঁর ভাই বীরেন্দ্র সিং, ছেলে আমন সিং এবং আরও এক চক্রীর বিরুদ্ধে। তদন্তকারীরা জানিয়েছেন নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁর ভাই এবং রবীন্দ্র সিং-এর মেয়ে চলতি বছর এপ্রিলে পালিয়ে যান। সেই ঘটনার জেরেই এই প্রতিহিংসা, দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, গত ১ মে পলাতক জুটির খোঁজে বার হয় উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসা প্রেমিকার বাড়ির চারজন সদস্য। তরুণ এবং তরুণীর সন্ধান না পেয়ে প্রেমিকের বিবাহিতা বোন, দুই সন্তানের ওই মাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষিতাকে হুমকি দেওয়া হয় যে তিনি যদি পুলিশের কাছে অভিযোগ জানান, তাহলে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেওয়া হবে।
Related Posts
ওড়িশায় ২৪ বছরের পট্টনায়ক শাসনের অবসান
লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন […]
ইডির নতুন অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন
ইডির পরবর্তী অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন । বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইডির শীর্ষ পদে ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার নবীনের নাম ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর থেকে তিনি ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ইডির অধিকর্তা পদে সঞ্জয়কুমার মিশ্রেয় মেয়াদ শেষ হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয়কে। এর […]
‘আর্থিক সাহায্য আর বিমা এক নয়!’ অগ্নিবীর ইস্যু নিয়ে ফের সরব রাহুল গান্ধি
ফের একবার নিহত অগ্নিবীরের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে সরব রাহুল গান্ধি। সরকারের উদ্দেশে ফের আক্রমণ শানিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কর্মরত অবস্থায় নিহত অগ্নিবীরদের এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রাহুলের যুক্তি, জীবন বিমা বাবদ প্রাপ্ত টাকাকে কেন্দ্র আর্থিক সাহায্য বলে দেখাতে চাইছে। অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে […]