আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করবে সিবিআই!

সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ করতে চলেছে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাঁর পলিগ্রাফ টেস্ট করা হতে পারে । সিবিআই পলিগ্রাফ টেস্ট করবে বলে ঠিক করেছে । তবে গোটাটাই হবে দিল্লির থেকে সবুজ সংকেত পাওয়ার পর । সূত্রের খবর, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার আগে যে সব আইনি পদক্ষেপ করতে হয়, সেগুলি সবই করার কাজ শুরু করে দিয়েছে সিবিআই । তবে এই পরীক্ষা করতে গেলে অবশ্যই আদালতের অনুমতি দরকার । সিবিআই সূত্রের খবর, নিজেদের মধ্যে বৈঠক করে সবুজসংকেত পেলেই আদালতের দ্বারস্থ হবেন সিবিআইয়ের গোয়েন্দারা । ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারীরা দিল্লির আধিকারিকদের সঙ্গে এই নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করছেন । জানা গিয়েছে, আদেও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টর প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে কি না, তা জানার জন্যই দিল্লির সদর দফতরের সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এখানকার সিবিআই আধিকারিকরা ।

পলিগ্রাফ টেস্ট কী ?

এই বিষয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কতগুলি বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষা করা হয় ৷ তদন্তকারীরা মূলত জানতে চান,

  • ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন, নাকি তিনি মিথ্যা কথা বলছেন ?
  • তিনি আদতে কোনও বিষয় কি লুকিয়ে যাচ্ছেন ?
  • তিনি যখন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের এই বিষয়ে কোনও রকমের তথ্য দিচ্ছেন, সেই সময় তাঁর শরীরের ভিতরে কোনও রকমের প্যালপিটেশন বা টেনশন হচ্ছে কি ?
  • অভিযুক্তের শরীরের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে কত সেকেন্ডের ব্যবধান থাকছে ?
  • তিনি টেনশনে রয়েছেন কি ?
  • তাঁর শরীরের রক্তচাপ ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ?
  • তাঁর শরীর থেকে সেই সময় কত পরিমাণ ঘাম বের হচ্ছে ?

পলিগ্রাফ টেস্টের সময় শরীরের এই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে আসে তদন্তকারীদের । সিবিআই সূত্রের খবর, পলিগ্রাফ যন্ত্রে সাধারণত চারটি বিষয় লক্ষ্য করা হয়, শ্বাস-প্রশ্বাসের গতি, পালস রেট, রক্তচাপ এবং কতটা ঘাম বের হচ্ছে তার পরিমাণ । বাকিগুলিও গুরুত্বপূর্ণ

error: Content is protected !!