সন্দীপ ঘোষের আমলে RG করে কী কী দুর্নীতি হয়েছে? তদন্তে ৩ আইপিএসকে নিয়ে SIT গঠন করল রাজ্য সরকার

সন্দীপ ঘোষের আমলে আরজি কর হাসপাতালে কী কী আর্থিক অনিয়ম হয়েছে? তা খতিয়ে দেখতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সেই সিট গঠন করা হয়েছে। যে দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের (সেন্ট্রাল) ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। তিনজনই আইপিএস অফিসার। সেইসঙ্গে তদন্তের জন্য সিটকে একেবারে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সিট গঠনের এক মাসের রাজ্য সরকারের কাছে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!