দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘিদন জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। তিহাড় থেকে মুক্তি পাওয়ার পর রবিবার বড় ঘোষণা করলেন তিনি। এ দিন অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা, ‘আগামী দু’দিনের মধ্যে পদত্যাগ করব। মানুষের রায়ে যদি নির্বাচিত হই, তবেই ফিরব।’ নভেম্বরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন করানো হোক বলেও উল্লেখ করেছেন কেজরিওয়াল। রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখান থেকে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। কেজরিওয়াল বলেন, ‘প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’ অরবিন্দ কেজরিওয়ালের আচমকা নেওয়া এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। কেন আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তাঁর? ব্যাখ্যা দিয়ে আপ সুপ্রিমো বলেন, ‘আদালত জামিন দিয়েছে। এই মামলা চলবে। আইনজীবীদের বললাম, আদালত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। কিন্তু ওঁরা বললেন, মামলা ১০, ১৫, ২০ বছর পর্যন্ত চলতে পারে। আদালত যা করতে পারত করেছে। যে আইনে জামিন হয় না, সেই আইনে আদালত থেকে জামিন পেয়েছি। কিন্তু আজ আমি জনতার আদালতে এসেছি। আপনারা বলুন, আপনারা আমাকে দোষী মনে করেন না নির্দোষ? কেজরিওয়াল সৎ না অসৎ?’ কেজরিওয়াল জানান, তাঁর পরিবর্তে আপাতত দলের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত মণীশ সিসোদিয়াও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না বলে জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়াল বলেন, ‘আমাদের ভাগ্য এখন আপনাদের হাতে।’
Related Posts
অযোধ্যার রামপথ-ভক্তিপথ থেকে উধাও প্রায় ৪ হাজার বাঁশের বাতি ও প্রজেক্টর
উদ্বোধন হলেও এখনও সম্পূর্ণ শেষ হয়নি অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চুরি! রামমন্দিরে যাওয়ার পথে রাস্তার দু’পাশ থেকে উধাও বাঁশের কারুকাজ করা লাইট। প্রায় চার হাজার লাইট চুরি গিয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ভক্তিপথ থেকে চুরি হয়েছে গোবো প্রজেক্টর। সবমিলিয়ে মোট ৫০ লক্ষ টাকার বেশি জিনিস চুরি হয়েছে […]
প্রার্থী হয়েও টিকিট ফেরালেন হরিয়ানার বিজেপি নেতা কানওয়ালজিত সিং
বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরে টিকিট নিয়ে কোন্দলের মাঝে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন বিজেপি নেতা। কুরুক্ষেত্র জেলার পেহওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কানওয়ালজিত সিং টিকিট ফিরিয়ে জানিয়ে দিলেন, তিনি ভোট লড়তে চান না। স্থানীয় নেতৃত্বের অসহযোগিতার কারণেই তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন বলে জানা গিয়েছে। গতবার এই আসনে জিতেছিলেন […]
দেশবাসীকে ভোটদানের আর্জি জানালেন মোদি – শাহ
আজ থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। তার মধ্যে তামিলনাড়ুর ৩৯ আসনেই হচ্ছে ভোট। এছাড়া রাজস্থানের (১২), উত্তরপ্রদেশের (৮), মধ্যপ্রদেশের (৬), উত্তরাখণ্ডের (৫), অরুণাচল প্রদেশের (২), মেঘালয়ের (২), আন্দামান ও নিকোবরের (১), মিজোরামের (১), নাগাল্যান্ডের (১), পুডুচেরির (১), সিকিমের (১), লাক্ষাদ্বীপের […]