কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। ৯০ আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন আগামী ৫ অক্টোবর ৷ আপের হরিয়ানা রাজ্য সভাপতি সুশীল গুপ্ত স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের দল হরিয়ানা নির্বাচনে লড়বে না। দলের দ্বিতীয় তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। মনোনয়নের জন্য মাত্র তিনদিন বাকি ৷ সুশীল গুপ্তা জানিয়েছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টি হরিয়ানায় আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপের প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম থাকায় ওয়াকিবহল মহলের অনেকেই বিস্মিত ৷ তালিকা অনুযায়ী, আপ নেতা অনুরাগ ধান্দা কালায়ত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । একই সঙ্গে গুরপাল সিং নারায়ণগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুন্ড্রি থেকে টিকিট দেওয়া হয়েছে নরেন্দ্র শর্মাকে। ঝারুন্ডা থেকে জয়পাল শর্মাকে প্রার্থী করা হয়েছে। আমনদীপ জুন্ডলাকে আসান্ধ থেকে টিকিট দেওয়া হয়েছে। আর বিট্টু পেহলওয়ানকে সামালখা থেকে টিকিট দেওয়া হয়েছে। জোট-আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে, সুশীল গুপ্তা জানান, তাঁদের দল শুরু থেকেই 90টি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ তারা আর অপেক্ষা করবে না কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 সেপ্টেম্বর ৷ সময় দ্রুত শেষ হয়ে আসছে। হরিয়ানায় আপ নেতারা একা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব বাকি 70 প্রার্থীর জন্য তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।
Related Posts
পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদাকে গ্রেফতার করল পুলিশ
পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের ঠাকুরদা সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে চালককে শাসানো, আটকে রেখে জোর করে দুর্ঘটনার দায় নিতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালকে। এবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কিশোরের ঠাকুরদাকে। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে ইয়েরওয়াড়া থানার দুই পুলিশ আধিকারিককে […]
মুম্বইতে পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত
আম্বানি পরিবারের বিশেষ আমন্ত্রণে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন দমদম বিমানবন্দরে নিজেই জানিয়েছিলেন আম্বানি পরিবারের উষ্ণ আমন্ত্রণেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া তাঁর। সেইমতো তাই কলকাতা থেকে মুম্বই পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুকেশ […]
লখনউতে খুলল মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট
যুদ্ধক্ষেত্রে আহত জওয়ানদের কিভাবে তড়িঘড়ি চিকিৎসা করা যায় তা নিয়ে গবেষণা করতেই খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউটটি। লখনউয়ের আর্মি মেডিক্যাল কর্পস সেন্টার অ্যান্ড কলেজে খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউট। লেফটেন্যান্ট জেনারেল এবং ডিরেক্টর জেনারেল আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসেস দিলজিত সিং জানিয়েছেন, যুদ্ধে হতাহত হলে প্রথম গোল্ডেন আওয়ারে জাওয়ানকে উদ্ধার করা গুরুত্বপূর্ণ এবং উদ্ধার করে তার […]