দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরীওয়ালের দল জানিয়ে দিল, ‘ইন্ডিয়া’ কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গোপাল রাই সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তাঁরা কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরিক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনও জোটে নেই।’’ আপের সর্বময় নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি। লোকসভা নির্বাচনে ‘প্রতিকূল’ পরিস্থিতির মধ্যে তাঁদের লড়তে হয়েছে বলে দাবি করেন গোপাল। তিনি বলেন, ‘‘আমাদের নেতা জেলে। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কেজরীর গ্রেফতারিতে দলের কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ। তবে তা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি। দিল্লিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক কমেছে।’’
Related Posts
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার লোভে স্টান্ট করতে গিয়ে হাত-পা খুইয়ে বিকলাঙ্গ যুবক
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার লোভে স্টান্টবাজি করতে গিয়ে প্রথমবার প্রাণে বেঁচে গেলেও, দ্বিতীয় দফায় হাত-পা খুইয়ে বিকলাঙ্গ হলেন এক যুবক। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গত ১৪ জুলাই সোশাল মিডিয়াতে এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক যুবক চলন্ত ট্রেনের হাতল ধরে প্ল্যার্টফর্মের উপর দিয়ে স্লাইড করছে। প্ল্যার্টফর্ম শেষ হওয়ার ঠিক আগের […]
নায়ডু-হিমন্তদের ১০-২০ মিনিট করে সময়! নীতি আয়োগের বৈঠকে বক্তব্যের ৫মিনিটের মধ্যেই মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ
মমতার আগে বক্তব্য রাখেন পাঁচ জন মুখ্যমন্ত্রী৷ তাঁদের প্রত্যেককেই ন্যূনতম দশ মিনিট থেকে সর্বোচ্চ কুড়ি মিনিট পর্যন্ত বলতে সময় দেওয়া হয়৷ কিন্তু তিনি বলতে উঠতেই পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয়৷ শনিবার নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, এ দিন রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের […]
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মেয়াদ বাড়ানো হল অজিত দোভালের পিকে মিশ্র প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে বহাল থাকবেন। বৃহস্পতিবার সরকারি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবেই পরিচিত অজিত দোভাল ও পিকে মিশ্র। বহু বছর ধরেই তাঁরা একই পদে বহাল আছেন। আমলাদের বিশ্বাস, দুজনকেই অত্যন্ত বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। তাই তাঁদের পদে কোনও […]