তেলেঙ্গানার সেকেন্দ্রবাদে সরকারি হাসপাতালে প্রকাশ্যে মহিলা চিকিৎসককে হেনস্তা, আটক অভিযুক্ত

এক মহিলা জুনিয়র চিকিৎসককে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রবাদের একটি সরকারি হাসপাতালে। অভিযোগ, ওই চিকিৎসকের হাত ধরে টানা হেঁচড়া করে অভিযুক্ত ওই যুবক। এমনকী তাঁর পোশাক ধরেও টানার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে যুবকটির বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রকাশ। সে বনসিলালপেটের বাসিন্দা। সম্প্রতি সে মস্তিস্কের কিছু রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। অভিযোগ, তার শারীরিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপরই সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা চিকিৎসকের হাত ধরে সে টানা হেঁচড়া শুরু করে। এমনকী তাঁর পোশাক ধরেও টানার চেষ্টা করে প্রকাশ। ঘটনাটি দেখে ছুটে আসেন হাসপাতালেরই এক কর্মী এবং আশপাশের সাধারণ মানুষ। কোনও মতে তাঁরা প্রকাশের হাত ছাড়িয়ে ওই চিকিৎসককে সেখান থেকে উদ্ধার করে। এরপর হাসপাতালের তরফ থেকে প্রকাশের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে বলে খবর। গোটা ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, প্রকাশ নিয়মিত মদ্যপান করত। এছাড়া তার মস্তিস্কের কিছু গুরুতর রোগও ছিল। এর জেরে মাঝে মধ্যেই সে আক্রমণাত্মক হয়ে উঠত।হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর হাসাপাতালের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে তারা। পাশাপাশি, তারা জানিয়েছে, হাসপাতালের কিছু কিছু জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ পুলিস বাহিনী।

error: Content is protected !!