এক মহিলা জুনিয়র চিকিৎসককে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রবাদের একটি সরকারি হাসপাতালে। অভিযোগ, ওই চিকিৎসকের হাত ধরে টানা হেঁচড়া করে অভিযুক্ত ওই যুবক। এমনকী তাঁর পোশাক ধরেও টানার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে যুবকটির বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম প্রকাশ। সে বনসিলালপেটের বাসিন্দা। সম্প্রতি সে মস্তিস্কের কিছু রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। অভিযোগ, তার শারীরিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপরই সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা চিকিৎসকের হাত ধরে সে টানা হেঁচড়া শুরু করে। এমনকী তাঁর পোশাক ধরেও টানার চেষ্টা করে প্রকাশ। ঘটনাটি দেখে ছুটে আসেন হাসপাতালেরই এক কর্মী এবং আশপাশের সাধারণ মানুষ। কোনও মতে তাঁরা প্রকাশের হাত ছাড়িয়ে ওই চিকিৎসককে সেখান থেকে উদ্ধার করে। এরপর হাসপাতালের তরফ থেকে প্রকাশের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে বলে খবর। গোটা ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, প্রকাশ নিয়মিত মদ্যপান করত। এছাড়া তার মস্তিস্কের কিছু গুরুতর রোগও ছিল। এর জেরে মাঝে মধ্যেই সে আক্রমণাত্মক হয়ে উঠত।হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর হাসাপাতালের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে তারা। পাশাপাশি, তারা জানিয়েছে, হাসপাতালের কিছু কিছু জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ পুলিস বাহিনী।
Related Posts
ওড়িশায় ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে তৈরি হয়েছে বর্ষার পরিস্থিতি। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে , পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে […]
অরুণাচলে ধসের জেরে বিচ্ছিন্ন জাতীয় সড়ক, বিকল্প যাতায়াতের পরিকল্পনা
অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং অনিনির মধ্যে জাতীয় সড়ক ৩১৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারি বর্ষণে পাহাড়ি জেলার এই সড়কে গতকাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দিবাং উপত্যকা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মহাসড়কটি ভারত-চীন সীমান্ত থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত দিবাং উপত্যকায় […]
RG Kar: সুপ্রিমকোর্টের কড়া অবস্থানের পরেই ১৩ দিন পর কর্মবিরতি প্রত্যাহার দিল্লি এইমসের ডাক্তারদের
আরজি কর কাণ্ডের পরেই চিকিৎসা পরিষেবা শিঁকেয় তুলে দেশ জুড়ে কর্মবিরতিতে নেমে পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিতেও কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। কিন্তু আজ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নিতেই সুড়সুড় করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা। অবশেষে, এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা […]