নাগরিক সমাজের মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চাইলেন নাগরিক সমাজের একাংশ। গত কয়েকদিনে খুব চেনা হয়ে যাওয়া স্লোগান সামান্য বদলেও ফেললেন তাঁরা। শোনা গেল, “দফা এক দাবি এক, নরেন্দ্র মোদির পদত্যাগ”। রবিবার সন্ধ্যায় ধর্মতলা চত্বরের ঘটল এমনই ঘটনা। দলের ধরনা মঞ্চে তখন বসে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার-সহ একাধিক প্রথম সারির নেতা ৷ তাঁদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে ৷ তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায় ৷ আজ আরজি কর-কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের একবার পথে নামে নাগরিক সমাজ ৷ যে কর্মসূচিতে পা-মেলালেন টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ ৷ দেখা গেল স্কুল পড়ুয়া, আরজি করের জুনিয়র ডাক্তার এবং রূপান্তরকামীদেরও ৷ সকলের দাবি, ‘‘বিচার চায় আরজি কর ৷’’ কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই মোদির পদত্যাগের দাবি উঠল । বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল, ‘‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ ৷” সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদির পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ ৷ এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল, ‘‘এরাই ধর্ষক ! বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে ।’’ পালটা বিজেপির তরফে এই নাগরিক সমাজের মিছিলকে ‘সিপিএমের দালাল’ বলে অভিহিত করা হয়েছে ৷ প্রায় ৮-১০ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান, পালটা স্লোগান চলে । আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়িয়ে পড়ে দু’পক্ষ ৷ পরিস্থিতি বেগতিক দেখে কলকাতা পুলিশ মিছিল রানি রাসমনি অ্যাভিনিউয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ৷
Related Posts
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে শেষপর্যন্ত – স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, কলকাতার সিপি, ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
জল্পনা চলছিলই। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে শেষপর্যন্ত কলকাতা পুলিস কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ‘আগামীকাল কাল চারটের পর আমরা কলকাতা পুলিসে বদল আনব। নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন’। অবশেষে আলোচনার টেবিল জুনিয়র ডাক্তাররা। এদিন কালীঘাটের বাড়িতে তাঁদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর মিনিটস তৈরি করে চলে যায় আরও […]
দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এসএসসি দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুসারে হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এদিন অভিষেক […]
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা ও বারসতে বিক্ষোভ মিছিল বাম সংগঠন গুলির
আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে উত্তপ্ত রাজনৈতির মহল ৷ মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার বারসতে দফায় দফায় বিক্ষোভ দেখাল সিপিএম ও শ্রমিক সংগঠন সিটু ৷ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলাশাসক দফতরের অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি বাঁধল বারাসতে। কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএনএস, আইএনটিইউসি, ইউটিইউসি’র নেতৃবৃন্দ। আরজি করে পড়ুয়া […]