আমেরিকায় যাত্রীদের ফেলে রোহিতদের আনতে বার্বাডোজে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

অবশেষে বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দিল্লিতে এসে পৌঁছয় টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল ৷ রোহিতরা দেশে পৌঁছতেই শুরু হয়েছে সেলিব্রেশন ৷ অনেকটা বড় যাত্রা করে এলেও জেট ল্যাগ কাটানোর এখনই উপায় নেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রোহিতদের ৷ তবে এর মধ্যেই যে খবর সামনে এসেছে, তা হল এয়ার ইন্ডিয়ার যে বিমান ভারতীয় দলকে আনতে বার্বাডোজ পৌঁছেছিল ৷ সেই বিমানকে (AIC24WC) কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিমানসংস্থা এয়ার ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে ডিজিসিএ (DGCA)। তাদের দাবি, আমেরিকায় যাত্রীদের অসহায় অবস্থায় ফেলে রেখে ভারতীয় দলকে আনতে ওই বিমানটি বার্বাডোজে পাঠানো হয়েছিল। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির আসলে আমেরিকার Newark থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও দেশেই ভারত থেকে কোনও সরাসরি ফ্লাইটের ব্যবস্থা নেই ৷ তাই এয়ার ইন্ডিয়ার এই 777-200LR বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা তড়িঘড়ি করতে হয় ৷ নেয়ার্ক হল আমেরিকার নিউ জার্সির একটি শহর। বিমানটিকে দিল্লির বদলে পাঠিয়ে দেওয়া হয় বার্বাডোজে। এই বিমানে যে যাত্রীদের ভারতের আসার কথা ছিল, তাঁদের সংস্থার অন্য বিমানে ব্যবস্থা করে দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েন ৷ এক যাত্রী এক্স হ্যান্ডলে তাদের সমস্যার কথা জানান ৷

error: Content is protected !!