খসে পড়ল বিমানের ধাতব টুকরো, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার  

আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার ২২ মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

error: Content is protected !!