প্রতীক্ষার অবসান। সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা। পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুক্রবার, ১২ জুলাই মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’-রা। উপচে পড়েছে গোটা বলিউড। তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ (আশীর্বাদের অনুষ্ঠান), ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। সামনে এল ‘রূপকথার রাজকন্যে’র বিয়ের লুক৷ রাধিকা মার্চেন্টের বিয়ের লুক প্রকাশ্যে আনলেন তাঁর স্টাইলিস্ট রিয়া কপূর৷ ইনস্টাগ্রামে দেওয়া ছবির ক্যাপশনে রিয়া জানিয়েছেন, রাধিকার বিয়ের লহেঙ্গাটি ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা৷ গুজরাতি ‘পানেতার’ ঐতিহ্য মেনে সাদা এবং লাল রঙে ডিজাইন করা হয়েছে এই লহেঙ্গা৷ আইভরি জারদৌসি কাটওয়ার্ক ঘাগড়া, সঙ্গে ৫ মিটার লম্বা ভেইল এবং দোপাট্টা৷ গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। হাজির হলেন শাহরুখ খান। সবুজ ঘেঁষা শেরওয়ানি পরেছিলেন বলিউডের বাদশা। গৌরীর পরনে ছিল সোনালী আনারকলি সালওয়ার। জমকালো স্যুটে দেখা মিলল ‘টাইগার’ সলমন খানের। লাল শাড়িতে মোহময়ী ক্যাটরিনা। ভিকির পরনে শেরওয়ানি। বিয়েতে নজর কাড়লেন রণবীর কাপুর-আলিয়া ভাট। রণবীর পরেছিলেন অফহোয়াইট কুর্তা। কানে চকচক করছে হীরের দুল। আলিয়া ভাটের পরনে ছিল দুধে আলতা শাড়ি, জরির কাজের পাড়। সঙ্গে মানানসই গহনা। লাল লেহেঙ্গায় মোহময়ী পত্রলেখা। রাজকুমার বেছে নিয়েছিলেন কালো পোশাক। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন তিনি৷ শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে হাজির ইব্রাহিম-সারা। সঞ্জয় দত্তের পরনে ছিল নীল কুর্তা-পাজামা। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। বিয়েতে যোগ দিতে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ এতদিন নিউইয়র্কে ছিলেন। সেখানে মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি শেষ হতে না হতেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে মুম্বই আসেন তিনি।সুহানার পরনে ছিল সিকুইনের কাজ করা অফ হোয়াইট শাড়ি। আরিয়ানের পরনে কালো পোশাক। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। স্ত্রী সাক্ষী, মেয়ে জিবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা।
Related Posts
এক দম্পতিকে বিএমডব্লিউ গাড়ি দিয়ে ধাক্কা দিলেন শিবসেনা নেতার ছেলে, মৃত ১
মহারাষ্ট্রের পুনেতে বিখ্যাত পোর্শে দুর্ঘটনার ঘটনার পর এবার মুম্বাইয়ে হিট অ্যান্ড রানের ঘটনা সামনে এসেছে। রবিবার (৭ জুলাই) সকালে মুম্বাইয়ের ওরলিতে একটি স্কুটি আরোহী এক দম্পতিকে একটি দ্রুতগামী BMW ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় অভিযুক্তরা ৪৫ বছর বয়সী এক মহিলাকে গাড়িতে করে ১০০ মিটার টেনে নিয়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়। স্বামী আহত। […]
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে তোপ মল্লিকার্জুন খাড়গের
ফের এক রেল দুর্ঘটনার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এক্সপ্রেসে ঘটে গিয়েছে দুর্ঘটনা। উত্তর প্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২ জনের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। এই রেল দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে নিশানা করে একের পর এক তোপ দাগেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুনের সাফ দাবি, ‘ […]
নিপা ভাইরাসে মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন ৩৫০ জন, ঘুম উড়েছে কেরলের স্বাস্থ্য দফতরের
নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর আরও একাধিক জেলায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোর মালাপ্পুরমের বাসিন্দা ছিলেন। তার সংস্পর্শে এসেছিলেন ছয়জন ভিন্ন জেলার বাসিন্দা। নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে […]