সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা, হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’-রা

প্রতীক্ষার অবসান। সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা। পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুক্রবার, ১২ জুলাই মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’-রা। উপচে পড়েছে গোটা বলিউড। তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ (আশীর্বাদের অনুষ্ঠান), ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। সামনে এল ‘রূপকথার রাজকন্যে’র বিয়ের লুক৷ রাধিকা মার্চেন্টের বিয়ের লুক প্রকাশ্যে আনলেন তাঁর স্টাইলিস্ট রিয়া কপূর৷ ইনস্টাগ্রামে দেওয়া ছবির ক্যাপশনে রিয়া জানিয়েছেন, রাধিকার বিয়ের লহেঙ্গাটি ডিজাইন করেছেন আবু জানি সন্দীপ খোসলা৷ গুজরাতি ‘পানেতার’ ঐতিহ্য মেনে সাদা এবং লাল রঙে ডিজাইন করা হয়েছে এই লহেঙ্গা৷ আইভরি জারদৌসি কাটওয়ার্ক ঘাগড়া, সঙ্গে ৫ মিটার লম্বা ভেইল এবং দোপাট্টা৷ গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। হাজির হলেন শাহরুখ খান। সবুজ ঘেঁষা শেরওয়ানি পরেছিলেন বলিউডের বাদশা। গৌরীর পরনে ছিল সোনালী আনারকলি সালওয়ার। জমকালো স্যুটে দেখা মিলল ‘টাইগার’ সলমন খানের। লাল শাড়িতে মোহময়ী ক্যাটরিনা। ভিকির পরনে শেরওয়ানি। বিয়েতে নজর কাড়লেন রণবীর কাপুর-আলিয়া ভাট। রণবীর পরেছিলেন অফহোয়াইট কুর্তা। কানে চকচক করছে হীরের দুল। আলিয়া ভাটের পরনে ছিল দুধে আলতা শাড়ি, জরির কাজের পাড়। সঙ্গে মানানসই গহনা। লাল লেহেঙ্গায় মোহময়ী পত্রলেখা। রাজকুমার বেছে নিয়েছিলেন কালো পোশাক। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন তিনি৷ শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে হাজির ইব্রাহিম-সারা। সঞ্জয় দত্তের পরনে ছিল নীল কুর্তা-পাজামা। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। বিয়েতে যোগ দিতে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ এতদিন নিউইয়র্কে ছিলেন। সেখানে মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি শেষ হতে না হতেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে মুম্বই আসেন তিনি।সুহানার পরনে ছিল সিকুইনের কাজ করা অফ হোয়াইট শাড়ি। আরিয়ানের পরনে কালো পোশাক। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। স্ত্রী সাক্ষী, মেয়ে জিবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা।

error: Content is protected !!