গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট

অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরুপাচার মামলায়। গত প্রায় দু’ বছর ঠিকানা ছিল তিহাড়। তবে মেয়ে সুকন্যার পর, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই ফিরবেন নিজের গড়ে, জানা যাচ্ছে তেমনটাই। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন দিয়েছিল সিবিআই। এদিন দিল্লির আদালত ইডির মামলায় জামিন দিল তাঁকে। ১০ লক্ষ টাকার বণ্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।  ১১ আগস্ট, ২০২২, গরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বীরভূমের তৃণমূল নেতাকে। নিচুপট্টির নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে আসানসোল, পড়ে তিহাড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় তাঁর মেয়েকেও। অনুব্রতের গ্রেপ্তারির পর থেকেই বীরভূমে তানা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একে একে অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ চলে। ১১ আগস্ট ২০২২ এর দু’ বছরের বেশি সময় পর, ২০ আগস্ট ২০২৪, জামিন পেলেন অনুব্রত মণ্ডল।  এর আগে, ১০ সেপ্টেম্বর ১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পান  অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি।  বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে, সেই মামলাতেই জামিন পেয়েছিলেন সুকন্যা। সুকন্যা ফেরার পরেই, উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এলাকায়। এবার ফিরছেন কেষ্টও। 

error: Content is protected !!