অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন গরুপাচার মামলায়। গত প্রায় দু’ বছর ঠিকানা ছিল তিহাড়। তবে মেয়ে সুকন্যার পর, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। পুজোর আগেই ফিরবেন নিজের গড়ে, জানা যাচ্ছে তেমনটাই। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিন গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন দিয়েছিল সিবিআই। এদিন দিল্লির আদালত ইডির মামলায় জামিন দিল তাঁকে। ১০ লক্ষ টাকার বণ্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। ১১ আগস্ট, ২০২২, গরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বীরভূমের তৃণমূল নেতাকে। নিচুপট্টির নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে আসানসোল, পড়ে তিহাড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় তাঁর মেয়েকেও। অনুব্রতের গ্রেপ্তারির পর থেকেই বীরভূমে তানা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একে একে অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ চলে। ১১ আগস্ট ২০২২ এর দু’ বছরের বেশি সময় পর, ২০ আগস্ট ২০২৪, জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এর আগে, ১০ সেপ্টেম্বর ১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে, সেই মামলাতেই জামিন পেয়েছিলেন সুকন্যা। সুকন্যা ফেরার পরেই, উৎসবের আমেজ লক্ষ্য করা যায় এলাকায়। এবার ফিরছেন কেষ্টও।
Related Posts
পুজো কমিটি কার দখলে থাকবে? ক্লাবে ঢুকে কাউন্সিলর অনুগামীদের তুমুল ধস্তাধস্তিতে মৃত্যু তৃণমূল কর্মীর
এখনও ১০০ দিন বাকি দুর্গাপুজো আসতে। আর তার মধ্যেই পুজো কমিটি কার দখলে থাকবে তা নিয়ে শুরু হয়ে গেল বচসা। এই বচসা পৌঁছয় মারামারিতে। আর তার জেরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল ব্যারাকপুরে। মৃত ওই ব্যক্তি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম পার্থ চৌধুরী (৪৩)। ওই তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর নেপথ্যে স্থানীয় তৃণমূল […]
‘আমিই অ্যান্টি কলিশন ডিভাইস করেছিলাম, তারপর আর কাজ হয়নি’, ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মমতা, দেখা করলেন আহতদের সঙ্গে
যখন কেউ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর জানতে পারেনি, তখন সেই ঘটনার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷ ট্রেন দুর্ঘটনায় আহত প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “আমি সকাল ৯টার সময় এই দুর্ঘটনার […]
‘ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না’, পদত্যাগের পরেও অনড় অখিল
মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। নির্দেশ মেনে পদত্যাগ করছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।তবে, যে ঘটনা থেকে পুরো বিষয়টির সূত্রপাত, সেই বন দপ্তরের মহিলা কর্মীর কাছে ক্ষমা চাওয়ার ‘কোনও প্রশ্নই ওঠে না’ বলে জানালেন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। এমনকী, মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও তিনি অনুতপ্ত নন, বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অখিল গিরি। ‘ শনিবারের ঘটনার পর […]