বিশ্বকাপের পর এবার কোপাও মেসিদের। কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পর পর ২ বার কোপা জিতে নিল মেসিরা। ১-০ গোলে কোপা জয় আর্জেন্টিনার। এই নিয়ে মোট ১৬ বার কোপা জয়ী আর্জেন্টিনা। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালে যদিও গোল পাননি মেসি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি। রীতিমতো কাঁদতে দেখা যায় এমএলটেন-কে। ওদিকে ফাইনালের খেলার শুরু থেকেই যথেষ্ট দাপট দেখায় কলম্বিয়া। ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধও তাই। শেষে ট্রাইব্রেকারে গোল করেন লুইতো মার্টিনেজ। ম্যাচের একমাত্র গোলটি করেন লুইতো মার্টিনেজ। আর তাতেই কোপা জয় নিশ্চিত করে ফেলে লিওনেল স্কালোনির দল।
Related Posts
অবশেষে খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। স্বপ্নপূরণ হল রোহিত শর্মার ভারতের। ১৩ বছর পরে তারা বিশ্বসেরা। হার্দিকের ম্যাচ জেতানো বোলিং সবাই মনে রাখবে। ভারতের জয় ৮ রানে। একটা সময় ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল ৫০-৫০। যে কেউই জিততে পারত ব্রিজটাউনের মহা ফাইনাল ম্যাচ। বারবার দুই দলের দিকে ঢলে পড়েছিল ম্যাচ। দক্ষিণ আফ্রিকার যখন ছয় উইকেট পড়ল, […]
বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান
চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান ক্রিকেট দল। গত তিনটে ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে। ঝুলিতে ছিল মাত্র ২ পয়েন্ট। এই পরিস্থিতিতে শুক্রবার (১৪ জুন) তাা আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল। এই ম্যাচে যদি আমেরিকা হারত, তাহলেও পাকিস্তানের সামনে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সুযোগ তৈরি হত। কিন্তু, ফ্লোরিডায় […]
স্বাধীনতা দিবসে অলিম্পিয়ানদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
প্যারিস অলিম্পিকের পালা শেষ। ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। তবুও বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করেছেন তাঁরা। অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই যে চ্যাম্পিয়ন, সে কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৮তম স্বাধীনতা দিবসে যে তিনি প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন, তা আগেই […]