কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপের পর এবার কোপাও মেসিদের। কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  পর পর ২ বার কোপা জিতে নিল মেসিরা। ১-০ গোলে কোপা জয় আর্জেন্টিনার। এই নিয়ে মোট ১৬ বার কোপা জয়ী আর্জেন্টিনা। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালে যদিও গোল পাননি মেসি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি।  রীতিমতো কাঁদতে দেখা যায় এমএলটেন-কে। ওদিকে ফাইনালের খেলার শুরু থেকেই যথেষ্ট দাপট দেখায় কলম্বিয়া।   ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধও তাই। শেষে ট্রাইব্রেকারে গোল করেন লুইতো মার্টিনেজ।  ম্যাচের একমাত্র গোলটি করেন লুইতো মার্টিনেজ। আর তাতেই কোপা জয় নিশ্চিত করে ফেলে লিওনেল স্কালোনির দল।

error: Content is protected !!