স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন সঞ্জয় সিং

 অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার খারাপ আচরণ করেছেন, হেনস্থা করেছেন স্বাতী মালিওয়ালকে। আন্তর্বতী জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতী মালিওয়াল । কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে বসার ঘরে অপেক্ষা করছিলেন সাংসদ। ওই সময় কেজরিওয়ালের পি এ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানালেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। আপ নেতা বলেন, মুখ্যমন্ত্রী গোটা ঘটনা শুনেছেন। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

error: Content is protected !!