লাগাতার বৃষ্টি ও তার জেরে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ প্রকোপ ৷ দু’য়ের জেরে ক্রমশ খারাপের পথে অসমের বন্যা পরিস্থিতি ৷ আজ আরও ২ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ ফলে অসমের বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯ ৷ এমনকী ব্রহ্মপুত্রের জল এখনও অনেক গ্রামে ঢুকছে ৷ আর তার ফলস্বরূপ ছাদ-সমান জলে ডুবে রয়েছে অসমের একাধিক গ্রাম ৷ জানা গিয়েছে, মোট ১২টি জেলা এই বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সরকারি তথ্য অনুযায়ী, অসমের ১২টি জেলার ১ হাজার ২৭টি গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর ৷ সেই গ্রামগুলি পুরোপুরি জলে ডুবে রয়েছে ৷ নৌকা ও কলাগাছ দিয়ে তৈরি ভেলা নিয়ে লোকজন যাতায়াত করছে ৷ কোথাও কোথাও প্রায় কোমর সমান জলের মধ্যে দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ৷ সরকারি তথ্য বলছে, ২ লক্ষ ৬৩ হাজার ৪৫২ জন এই বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ যে ২৯ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের দেহ আজ পাওয়া গিয়েছে ৷ তাঁদের একজন বারপেতা এবং অপরজন বাজালি জেলার বাসিন্দা ৷
Related Posts
ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী
ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের […]
রাজস্থানে ট্রাকের পেছন গাড়ির ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২ শিশু সহ ৭
রবিবার রাজস্থানের সিকার জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ৩ নারী ও দুই শিশুসহ মোট সাতজন দগ্ধ হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন, আরশিবাদ পুলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে গাড়িতে থাকা ব্যক্তিরা মারা যান। গাড়িতে মোট ৭জন ছিলেন। তিনি জানান, […]
বাংলায় পার্টি মধ্যে পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলা কর্মীদের সঙ্গে যৌনতার অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে
এতদিন তৃণমূলকে নিশানা করে তির ছুঁড়তেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার তাঁর বিরুদ্ধেই পার্টি অফিসে যৌনতার অভিযোগের তির ছুঁড়েছেন আরএসএসের এক নেতা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহার ঘনিষ্ঠ এই আরএসএস সদস্য শান্তনু সিনহার অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহিলাদের যৌন হেনস্তা করেছেন এক নয় একাধিকবার। পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে দলের পদ […]