এবার অযোধ্যাতেও লাগল গণধর্ষণের দাগ। মন্দিরের পরিচারিকার কাজ করা এক কলেজ পড়ুয়া স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন। অযোধ্যার কড়া নিরাপত্তা বলয় এলাকার মধ্যেই গেস্টহাউসে ধর্ষিতা হওয়ার অভিযোগ জানালেন ওই কলেজ পড়ুয়া। ঘটনার খবর জেনেও চলে টালবাহানা। অভিযোগ নিতে এক সপ্তাহ সময় নিয়েছে অযোধ্যা পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়। কলেজ ছাত্রীর অভিযোগ, তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে স্থানীয় এলাকা ঘোরাতে নিয়ে যাওয়ার অজুহাতে ১৬ অগাস্ট একটি গেস্টহাউসে বন্দি করে রাখে বংশ চৌধুরি নামে ওই অভিযুক্ত। সেখানে আরও দুই বন্ধুকে ডেকে এনে তাঁকে গণধর্ষণ করা হয়। তারপর তাঁকে ভয় দেখাতে আরও তিন-চার বন্ধুকে নিয়ে আসে বংশ। বনবীরপুরে একটি বাঁধের কাছে নিয়ে গিয়ে ফের গণধর্ষণ করা হয়। পরিবারের সবাইকে ও তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৮ অগাস্ট তাঁকে ছেড়ে দেওয়া হয় গেস্টহাউস থেকে। প্রাণের ভয়ে প্রথমে পুলিশে যাওয়ার সাহস দেখাননি কলেজ পড়ুয়া। এরপর ২৫ অগাস্ট ফের মন্দিরে কাজে যাওয়ার সময় তাঁকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করে বংশ ও তাঁর সঙ্গীরা। কিন্তু গাড়িটি পাশের ডিভাইডারে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মুখে পড়ায় তরুণী পালিয়ে যেতে পারেন। এরপর ২৬ অগাস্ট অযোধ্যার ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করতে যান ওই ছাত্রী। কিন্তু অভিযোগ নেয়নি পুলিশ। পরে ২ সেপ্টেম্বর অভিযোগ দায়ের হয় ও ১৩ সেপ্টেম্বর এই ঘটনার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।যে নিরাপত্তা ব্যবস্থার আস্থায় দেশের মানুষ তাঁদের রামলালাকে সুরক্ষিত মনে করেন, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে অযোধ্যার নারীরাই সুরক্ষিত নয়। রামমন্দির হাই সিকিউরিটি জোনের ভিতরেই যোগীরাজ্যের নারীদের পণ্যের মতো ব্যবহার ফের একবার প্রশাসনিক দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেই সঙ্গে ধর্ষণের মতো ঘটনায় বিচার পাওয়া উত্তরপ্রদেশে কতটা কষ্টকর, তারও উদাহরণ হয়ে রইল অযোধ্যার গণধর্ষণের ঘটনা।
Related Posts
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ […]
পুনের পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালককে জামিন দিল বম্বে হাইকোর্ট
গত ১৯ মে মহারাষ্ট্রের পুনের কল্যাণীনগরে এই কাণ্ড ঘটে যায়। মদ্যপ অবস্থায় সেই দিন গাড়ি চালাচ্ছিলেন বলে ওই ১৭ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, ঘটনার সময় তাঁর হাতে ছিল বিলাসবহু পোর্শেগাড়ির স্টিয়ারিং। আর সেই অবস্থাতেই গাড়ি চালানোর সময় তিনি ধাক্কা দেন এক বাইকে। বাইকে তখন ছিলেন দুই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। পোর্শের ধাক্কায় ওই ২ ইঞ্জিনিয়ারের […]
‘বেলুন চুপসে গেছে, ভয় কাটছে মানুষের, বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না?’ মোদিকে কটাক্ষ রাহুলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেই গলদ। তাও আবার খোদ তাঁর নিদের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির উপর এড়ে এসে পড়ে একটি বস্তু। নেটিজেনদের মতে ওটি আর কিছু নয়, ওটি একটি হাওয়াই চপ্পল। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ […]