কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। রিপোর্টের দাবি, মৃতের সংখ্যা ৩৪৪ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সর্বশেষ খবর শেখ হাসিনা সম্ভবত, বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন। তবে এবিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, শেখ হাসিনা দেশ ছাড়তেই ইন্দো বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। রিপোর্টের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্ভবত পশ্চিমবঙ্গে আসছেন। ,তাঁর হেলিকপ্টার বাংলাদেশ থেকে রওনা হয়ে গিয়েছে। তবে, কলকাতায় তাঁর আসা নিয়ে কোনও নির্দিষ্ট খবর নেই। ৭৬ বছর বয়সী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবরের পরই বিএসএএফের পদস্থ কর্তারা কলকাতায় পৌঁছচ্ছেন বলে খবর। জানা যাচ্ছে, ডিজি ও সিনিয়র অফিসাররা কলকাতায় আছেন। পশ্চিমবঙ্গ সহ অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরার মতো একাধিক রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা ২২১৭ কিলোমিটার, মেঘালয়ের সীমানা ৪৪৩ কিমি, অসমের ২৬২ কিমি, মিজোরামের ৩১৮ কিমি। এই বিপুল সীমানায় জারি হয়েছএ অ্যালার্ট। শোনা যাচ্ছে, বিএসএফএর সমস্ত কর্মী ও অফিসারদের ছুটি বাতিল হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে। এদিকে এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেনার প্রতি বার্তা দিয়েছেন হাসিনা পুত্র। এদিকে হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। এদিকে ঢাকার রাস্তায় কয়েক লাখ মানুষ নেমেছে। সেনা, পুলিশ কার্যত বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দিচ্ছে।
Related Posts
১৩টি দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, মৃত্যু ৫২৪ জনের, জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স । এই অবস্থায় এমপক্সের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল। গোটা বিশ্বে বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে মাঙ্কিপক্সের ঘটনা দ্রুত বাড়ছে। এখনও পর্যন্ত আফ্রিকার একাধিক দেশে মাঙ্কিপক্সে ১৪ হাজার জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। যা উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ৩ বছরের মধ্যে […]
তীব্র গরম সৌদি আরবে হজে গিয়ে মৃত্যু প্রায় ৬৪৫জন তীর্থযাত্রীর, রয়েছেন ৬৮ ভারতীয়
তীব্র গরমে নাকাল সৌদি আরব । সৌদির তাপমাত্রা যেখানে ৫২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, সেখানে একের পর এক মৃত্যুর খবর মিলছে। প্রচণ্ড গরমে এখনও পর্যন্ত ৬৪৫ থেকে ৭০০ জন (মতভেদে) তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে হজ করতে গিয়ে। যাঁদের মধ্যে ৬৮ জন ভারতীয়। সৌদি আরবের কূটনীতিকের তরফে এমন খবর প্রকাশ করা হয়েছে। এএফপির খবর অনুযায়ী, হজ যাত্রায় যে ৬৮ […]
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা!
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ প্রান্ত। সেখানের কিইউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। বৃহস্পতিবারের অই ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। পরে তা ৭.১ হয়েছে বলে জানা যায়। এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। সতর্কতা রয়েছে পশ্চিম মিয়াজাকিতে। জাপানের আবহাওয়া […]