৪২ আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ২৯টি। বিজেপি গুটিয়ে গিয়েছে ১২টি আসনে। অভাবনীয় সাফল্যের মধ্যেও যে সব এলাকায় খারাপ ফলাফল হয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। রাজ্যের মন্ত্রীদের সেই নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল বুধবার। সেই বৈঠকে মমতা মন্ত্রীদের নির্দেশ দেন, যে সব এলাকায় ফলাফল আশানুরূপ হয়নি, বা যেসব এলাকায় শাসকদল পিছিয়ে রয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মন্ত্রীদের। এর আগে রাজ্যের পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রীতিমতো কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন, যে সব এলাকায় মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, সেই এলাকায় কী সমস্যা, কেন মানুষ শাসকদলকে বেছে নিল না, সেটা জানতে হবে মন্ত্রীদেরই। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেন, সবাইকে জনসংযোগে নজর দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মমতার সাফ কথা, ‘মানুষের পাশে থাকতে হবে। মানুয়ের জন্য কাজ করতে হবে। নাহলে ভোটে জেতা যাবে না। আগামী দিনে এটা মাথায় রেখে কাজ করতে হবে ।’
Related Posts
‘স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না’, দলের কর্মীদের বার্তা অভিষেকের
মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য […]
‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য
অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ […]
ঝড়বৃষ্টির মধ্যে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, গাড়ির সামনে ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা
সোমবার সন্ধ্যা থেকেই দক্ষিণ ২৪ পরগনার প্রায় সর্বত্র ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। তার মধ্যেই ভোটের প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রথমে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টির মধ্যে ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা-১ এবং বেঁওতা-২ অঞ্চলে হুড খোলা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার করেন সায়নী। কিন্তু হঠাৎ দমকা হাওয়া আর জোরে বৃষ্টি শুরু হওয়ায় […]