আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের তরফে শোকজ় নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর তরফে দেওয়া সেই নোটিসে স্কুলগুলিকে বলা হয়েছে, পঠন পাঠনের সময়ে পড়ুয়াদের নিয়ে মিছিল করা হয়েছে। আর তা পড়ুয়াদের জন্য সঠিক ছিল না এবং তাতে শিশুর অধিকার লঙ্ঘন হওয়ার অভিযোগ তোলা হয়েছে। এই নোটিস প্রসঙ্গে স্কুল পরিদর্শকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও জবাব মেলেনি। শুক্রবার বিকেলে আরজি করের ঘটনার প্রতিবাদে হাওড়ায় মিছিল হয়। সেই মিছিলে হাওড়ার তিনটি স্কুল বালুহাটি গার্লস হাই স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং হাওড়ার বালুহাটি হাই স্কুলের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে এই ধরনের একটি কর্মকাণ্ডের আয়োজন করা হবে? তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে স্কুলগুলিকে। ২৪ ঘণ্টার মধ্যে শোকজ নোটিসের জবাব না দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়। যদিও স্কুলের দাবি, পঠনপাঠন শেষে ছুটির পরই ওই মিছিল হয়েছে। আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতেই শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন বলে অভিযোগ। আর তা জানতে পেরেই জেলা স্কুল শিক্ষা দফতর ওই ব্যবস্থা নেয়। ডিআই ওই তিন হাইস্কুলকে কারণ জানাতে বলে শো-কজের চিঠি পাঠান। অভিযোগ, কিছু রাজনৈতিক দল পড়ুয়াদের সামনে রেখে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।
Related Posts
বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল ছুঁয়ে ল্যান্ডফল শুরু রিমলের
অবশেষে বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় রিমাল! শুরু হয়ে গেল ল্য়ান্ডফল প্রক্রিয়া। সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায়৷ এর ফলে শুরু হয়েছে সমুদ্র ও নদীতে স্রোতের দাপট৷ ৪ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল। রাত ৯টা নাগাদ রিমালের সামনে অংশের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়া […]
‘মোদির গ্যারান্টি মানেই নোট বন্দি-সিবিআই-এনআইএ-ইনকাম ট্যাক্স, আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপির আছে ইডির ভান্ডার
এদিন পুরুলিয়ার সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে ‘স্যালুট’ করলেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন, “নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আমরা […]
আরজি করকাণ্ডে ছেলেকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে দলেরই একাংশ, দাবি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের
আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে তৃণমূলেরই একাংশ। এই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সৌমেনবাবু ও তাঁর স্ত্রী সুমনাদেবী। এই অপপ্রচারের পিছনে তৃণমূলেরই একাংশ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। আরজি কর মেডিক্যালের ঘটনায় এক […]