রাতে কর্মরত মহিলাদের সুরক্ষায় ‘রাত্তিরের সাথী’ অ্যাপ আনল রাজ্য সরকার

আরজি কর কাণ্ডের পর  মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও কড়া হল রাজ্য সরকার। রাতে কর্মরত মহিলাদের জন্য ‘রাত্তিরের সাথী’-বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হবে। রাতে রাস্তায় পর্যাপ্ত মহিলা পুলিশ রাখা হবে। একা নয় প্রয়োজনে টিম হিসেবে কাজ করবেন মহিলারা। রাতে সমস্ত হাসপাতালে মহিলাদের সবরকম নিরাপত্তা দিতে হবে বলে জানান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে ‘রাত্তিরের সাথী’-প্রকল্পে প্রশাসনের তরফে সমস্ত মহিলাদের নিরাপত্তায় ১০টি পয়েন্টের কথা উল্লেখ করা হয়।

‘রাত্তিরের সাথী’-প্রকল্পে মহিলাদের কী কী সুবিধা?

  • হাসপাতাল, জেলা হাসপাতালগুলিতে নির্দিষ্ট, চিহ্নিত বিশ্রামঘর সঙ্গে শৌচালয় থাকবে। 
  • হাসপাতাল, জেলা হাসপাতালগুলিতে নির্দিষ্ট, চিহ্নিত বিশ্রামঘর সঙ্গে শৌচালয় থাকবে। 
  • রাত্তিরের সাথী নামে পুলিশের সঙ্গে মহিলা সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
  • সিসিটিভি এবং মনিটরিং করে সেফ জোন তৈরি করতে হবে। 
  • সমস্ত মহিলাদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে। যাতে থাকবে অ্যালার্ম ডিভাইস, যা স্থানীয় থানা এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে। এই অ্যাপটি পুলিশ শীঘ্রই তৈরি করে দেবে। 
  • বিপদে পড়লে হেল্পলাইন নম্বর ১০০/ ১১২-এ কল করতে হবে। 
  • সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিকিউরিটি চেক ও শ্বাস পরীক্ষা করা হবে।
  • সমস্ত কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে বিশাখা কমিটি গঠন করতে হবে, যদি করা না থাকে।
  • সমস্ত সরকারি কর্ম প্রতিষ্ঠানে এই ব্যবস্থা নিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও যথাসম্ভব এই নিয়মগুলি মেনে চলার আর্জি করা হয়।
  • একা নয়, রাতে মহিলাদের দলবদ্ধ অথবা জোড়ায় কাজ করতে হবে। কে কোথায় যাচ্ছেন তা সহকর্মীরা জানবেন। 
  • বেসরকারি সংস্থাগুলিও যাতে এই ব্যবস্থা নেওয়া হয় উৎসাহ দেওয়া হবে।
error: Content is protected !!